ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীদের মাদুরাই, ডিন্ডিগুল, থেনি, তিরুনেলভেলি, তুতিকোরিন, শিবগঙ্গাই, পুদুকোট্টাই এবং রামনাথপুরম ইত্যাদি জেলায় নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্যাঙ্ক অফ বরোদা |
পদের নাম | চুক্তিভিত্তিক বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজর |
শূন্যপদের সংখ্যা | ৮ |
কাজের স্থান | মাদুরাই, ডিন্ডিগুল, থেনি, তিরুনেলভেলি, তুতিকোরিন, শিবগঙ্গাই,পুদুকোট্টাই এবং রামনাথপুরম |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৩.১২.২০২২ |
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীদের আবেদনের যোগ্যতা-
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যে কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত অফিসার বা চিফ ম্যানেজার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স দ্বারা পরিচালিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য ব্যাঙ্কার্সের জুনিয়র অ্যাসোসিয়েট বা সমতুল্য পদমর্যাদার প্রার্থীরা আবেদনের যোগ্য।
সমস্ত অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী আবেদনকারীদের ন্যূনতম ৩ বছরের গ্রামীণ ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
ফ্রেশার প্রার্থীদের আবেদনের যোগ্যতা-
প্রার্থীদের কম্পিউটার চালানোয় (এমএস অফিস, ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি) স্বাভাবিক দক্ষতা সহ স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। তবে সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি, ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স ডিগ্রি বা এমবিএ ডিগ্রি রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: SBI Recruitment 2022: ব্যাঙ্কের চাকরিতে বিশাল সুযোগ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অফিসার নিয়োগ, জানুন
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
নিয়োগের সময় আবেদনকারীদের ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে।
বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজর হিসাবে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীর সর্বোচ্চ বয়স ৬৫ বছর হতে হবে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: মাসিক বেতন
‘ক্যাটাগরি এ’-র অধীনে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজরদের মাসিক বেতন ১৫০০০ টাকা এবং ১০০০০ টাকা ধার্য করা হয়েছে।
‘ক্যাটাগরি বি’-র অধীন বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজরদের মাসিক বেতন ১২০০০ টাকা এবং ১০০০০ টাকা ধার্য করা হয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
কন্ট্রাকচুয়াল বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজর পদে নির্বাচনের জন্য প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ এবং রেকর্ডস ভেরিফিকেশন করা হবে। প্রার্থীদের ১ বছর বা ১২ মাসের এনগেজমেন্ট পিরিয়ড সহ অ্যাপয়মেন্ট লেটার দেওয়া হবে।
‘ক্যাটাগরি এ’ বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজরদের জন্য ন্যূনতম ৩০ জন বিজনেস করেসপন্ডেন্ট এজেন্ট বরাদ্দ করা হবে যা পরবর্তীতে ব্যাঙ্কের বিচার-বিবেচনা অনুযায়ী আরও বাড়ানো যেতে পারে।
ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র একটি খামে ভরে তার ওপরে “Application for the Post Business Correspondent Supervisor” লিখে এবং সেই সঙ্গে প্রার্থীদের নাম, অঞ্চলের নাম, ঠিকানা ইত্যাদি লিখে পাঠাতে হবে। প্রার্থীরা রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট/ক্যারিয়ার অন অর্ডার বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন।
আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘The Regional Manager, Bank of Baroda, Madurai Region, Regional Office, 2nd Floor Aparna Towers 2 & 3, Bypass Road, Ponmeni, Madurai-625 016’।