অ্যাক্সিস ব্যাঙ্ক ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির কম-বেশি সুযোগ রয়েছে সারা বছর। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও আগ্রহ অনুসারে নির্দিষ্ট বিভাগে তাদের ওয়েবসাইটে চাকরির জন্য আবেদনপত্র করে রাখতে পারেন।
আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার হিসেবে চাকরি চাই? সুযোগ ছাড়বেন না, আবেদন করুন আজই
advertisement
আবেদন করার প্রক্রিয়াঃ
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/default.aspx আবেদনপত্র জমা দিতে পারেন। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
সংস্থা | অ্যাক্সিস ব্যাঙ্ক |
পদ | ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ |
বিভাগ | সেলস ও রিটেল ব্যাঙ্কিং |
কাজের অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ (বারাসত) |
শিক্ষাগত যোগ্যতা | ব্যাচেলর ডিগ্রি |
অভিজ্ঞতা | ৬ মাসের বেশি |
জ্ঞান | BFSI প্রোডাক্টস (Banking, Finance and Insurance) |
বেতনক্রম: | ১৭,৫০০ - ₹২৩,০০০ / মাসিক |
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 2:22 PM IST