অ্যাপেক্স ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরির দারুণ সুযোগ ! বিস্তারিত দেখে নিন
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রতিষ্ঠানের তরফে মোট ২৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স/ অ্যাকাউন্টস) জেএম ১- ১৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি (ইলেকট্রিক্যাল) জেএম ১- ৩টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল জেএম ১- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) জেএম ১- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ল) জেএম ১- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এগ্রিকালচার জেএম ১- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | অ্যাপেক্স ব্যাঙ্ক |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা: | ২৭ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২০.০৪.২০২৩ |
বয়সসীমা:- সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
বেতন:- নির্বাচিত প্রার্থীরা ৭০০২০ টাকা থেকে ১১৮৭২০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগের সুবর্ণ সুযোগ! দেখে নিন
আবেদনের যোগ্যতা:- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স/ অ্যাকাউন্টস) জেএম ১- সিএ/ সিএফএ/ আইসিডব্লুএ/ এমবিএ (ফিনান্স)/ বি.কম/ এম.কম ডিগ্রি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি (ইলেকট্রিক্যাল) জেএম ১- বি.ই/ বিটেক (কম্পিউটার সায়েন্স) ডিগ্রি বা এমসিএ ডিগ্রি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল জেএম ১- বিই (সিভিল) ডিগ্রি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) জেএম ১- এমবিএ (মার্কেটিং) ডিগ্রি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ল) জেএম ১- ৩ বছর বা ৫ বছরের এলএলবি ডিগ্রি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এগ্রিকালচার জেএম ১- এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদন ফি:- জেনারেল ক্যাটাগরি/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থী– ১২০০ টাকা (১৮% অতিরিক্ত জিএসটি চার্জ)
এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থী- ৯০০ টাকা (১৮% অতিরিক্ত জিএসটি চার্জ)