AIIMS Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: 'মন কি বাত মন কি ব্যথা হয়ে যাবে', মোদির 'মন' নিয়ে কটাক্ষ মমতার
AIIMS Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
AIIMS Recruitment 2022: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে aiimsrishikesh.edu.in যেতে হবে
প্রদর্শিত হোমপেজে জব ট্যাবে ক্লিক করতে হবে
একটি নতুন পেজ খুলবে সেখানে "Recruitment to the posts of Tutor/Clinical Instructor (Nursing) on Direct Recruitment Basis" লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
একটি নতুন লগইন/রেজিস্ট্রেশন পেজ খুলবে, সেখানে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে
আবেদনপত্র পূরণ করতে হবে
আবেদন ফি জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখতে পারেন
আরও পড়ুন: পুজোর পরেই ভোটার কার্ড সংশোধনের কাজ, দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (All India Institute of Medical Sciences) |
পদের নাম: | টিউটর / ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর (নার্সিং) |
শূন্যপদের সংখ্যা: | ৩৩ |
কাজের স্থান: | হৃষীকেশ |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ১০.১০.২০২২
AIIMS Recruitment 2022: আবেদন ফি
আবেদনকারীদের আবেদন ফি হিসাবে ২০০০ টাকা এবং SC/ST প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা দিতে হবে। PwBD প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
AIIMS Recruitment 2022: বয়সসীমা
১০ অক্টোবর, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।
AIIMS Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বিএসসি নার্সিং ট্রেনিং করা থাকতে হবে।
AIIMS Recruitment 2022: বেতন
প্রার্থীদের মাসিক ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা বেতন দেওয়া হবে।