এএআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ অর্থাৎ ১২ অক্টোবর থেকে। প্রার্থীদের ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
এএআই রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): ৩২টি পদ
পে স্কেল- ৩১,০০০- ৯২,০০০ টাকা
যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী পাস করতে হবে এবং ন্যূনতম ৫০% নম্বর সহ মেকানিক্যাল/অটোমোবাইল/ফায়ার ট্রেডে ৩ বছরের নিয়মিত ডিপ্লোমা থাকতে হবে।
এছাড়াও ৫০% নম্বর সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীদের ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিজ্ঞাপনের তারিখের কমপক্ষে ২ বছর আগে প্রার্থীদের লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স): ৯টি পদ
পে স্কেল- ৩৬,০০০ টাকা- ১,১০,০০০ টাকা
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ ইলেকট্রনিক্স/
টেলিকমিউনিকেশন/রেডিও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা প্রয়োজন।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট): ৬টি পদ
পে স্কেল- ৩৬,০০০টাকা- ১,১০,০০০ টাকা
যোগ্যতা- ৩ থেকে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স সহ বি.কমে. স্নাতক
ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম | এয়ারপোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট) |
শূন্যপদের সংখ্যা | ৪৭ |
কাজের স্থান | ভারতের পূর্বাঞ্চল |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ১০-১১-২০২২
এএআই রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
বয়স ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমাতে শিথিলতা দেওয়া হয়েছে।
এএআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
জেনারেল এবং ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ১০০০ টাকা দিতে হবে। মহিলা/এসসি/এসটি/পিডব্লিউডি/এক্স-সার্ভিসম্যান/ইডব্লিউএস প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিসগঢ়, ঝাড়খন্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম রাজ্যের আবাসিক প্রার্থীরা উপরের পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advertisement%20for%20DR.pdf করে দেখতে পারেন।