এএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
অনলাইন পরীক্ষায় পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন/ ভয়েস টেস্ট/ সাইকোঅ্যাকটিভ সাবস্টেন্স টেস্ট/ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
সরাসরি আবেদনের লিঙ্ক https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/80268/Instruction.html
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৬৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ম্যানেজার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): ২টি পদ
জুনিয়র একজিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): ৩৫৬টি পদ
জুনিয়র একজিকিউটিভ (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): ৪টি পদ
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম | ম্যানেজার, জুনিয়র একজিকিউটিভ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা | ৩৬৪ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২১.০১.২০২৩ |
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
ম্যানেজার (ই-৩): ৬০০০০-৩%-১৮০০০০
জুনিয়র একজিকিউটিভ (ই-১): ৪০০০০-৩%-১৪০০০০
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (এনই-৬): ৩৬০০০-৩%-১১০০০০
আরও পড়ুন: একসঙ্গে ২৭০ জন কর্মী নিয়োগ! সরকারি চাকরিতে বড় সুযোগ, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে আবেদন করুন
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২১.০১.২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩০ বছর।
জুনিয়র একজিকিউটিভ: ২১.০১.২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ২৭ বছর।
ম্যানেজার: ২১.০১.২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ! ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে ম্যানেজার নিয়োগ চলছে
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
প্রার্থীদের অনলাইন মোডের মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের/ সংস্থায় ট্রেনিং প্রাপ্ত অ্যাপ্রেন্টিস এবং মহিলা প্রার্থীরা যাঁরা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সফল ভাবে সম্পন্ন করেছেন তাঁদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
aai.aero-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে
হোম পেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে
এরপর নতুন ট্যাবে "RECRUITMENT FOR VARIOUS POSTS IN OFFICIAL LANGUAGE AND AIR TRAFFIC CONTROL UNDER ADVERTISEMENT NO. 08/2022" লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
ব্যক্তিগত তথ্য ও রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড তৈরি করে আবেদনপত্রটি পূরণ করতে হবে
সিস্টেম জেনারেটেড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এবং প্রয়োজনীয় বিবরণ লিখে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে
আবেদন ফি প্রদান করে আবেদনপত্র জমা দিতে হবে
আবেদনপত্র ডাউনলোড করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য সংরক্ষণ করে রাখতে হবে