TRENDING:

Air India Recruitment 2022: এয়ার ইন্ডিয়ায় পাইলট-কেবিন ক্রু নিয়োগ; জানুন বিশদে!

Last Updated:

Air India recruitment 2022 started check the eligibility: গত ১৫ বছর ধরে নন-অপারেশন এরিয়ায় এই ধরনের নিয়োগ করা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে কোম্পানি গত দুই মাসে পাইলট এবং কেবিন ক্রুদের জন্য যথাক্রমে ১,৭৫২ ও ৭২,০০০টিরও বেশি আবেদনপত্র পেয়েছে। যে সকল গ্র্যাজুয়েট প্রার্থীদের ম্যানেজমেন্টে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা এই পদের জন্য আবেদন করেছেন।
advertisement

শুধু মাত্র পাইলট এবং কেবিন ক্রু নয়, এয়ার ইন্ডিয়া সম্প্রতি কেরলে একটি নতুন টেকনিকাল এয়ারলাইন সেন্টারেরও সূচনা করতে চলেছে। যেখানে ইতিমধ্যেই নিয়োগের প্রশ্নে বিভিন্ন শাখার তরুণ প্রজন্মের প্রার্থীরা যোগ দিতে ইচ্ছুক। ইতিমধ্যেই কোম্পানি ডেভেলপার, আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, প্রোগ্রাম ম্যানেজার, ইউএক্স ভিজুয়াল ডিজাইনার ইত্যাদি ক্ষেত্রে ২,০০০টিরও বেশি আবেদনপত্র পেয়েছে।

আরও পড়ুন :  বড় খবর! ১১ হাজারেরও বেশি শূন্য পদ, প্রাথমিকের শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকেই

advertisement

প্রসঙ্গ সূত্রে জানিয়ে না রাখলেই নয়, গত ১৫ বছর ধরে নন-অপারেশন এরিয়ায় এই ধরনের নিয়োগ করা হয়নি। সে ক্ষেত্রে কোম্পানি বিজনেস, কমার্সিয়াল ফাংশন, বিজনেস সাপোর্ট সার্ভিস এবং অপারেশন ইত্যাদি শাখায় দ্রুত নিয়োগের পরিকল্পনা নিয়েছে।

ইতিমধ্যেই এয়ারলাইনটি দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্য ১৭টি নতুন বিমান নিয়ে এসেছে। জানা গিয়েছে যে আরও পরবর্তী ১ বছরে নতুন করে ৩০টি ন্যারো ও ওয়াইড বডি এয়ারক্রাফট আনতে চলেছে।

advertisement

আরও পড়ুন : ব্যাঙ্ক অফ বরোদায় আইটি প্রফেশনাল পদে নিয়োগ! এক নজরে দেখে নিন আবেদনের শেষ তারিখ

ট্যালেন্ট পুল উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গত দুই মাসে পাইলটদের জন্য ১,৭৫২টিরও বেশি আবেদনপত্র এবং কেবিন ক্রুদের জন্য ৭২,০০০টিরও বেশি আবেদনপত্র স্ক্রিনিংয়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এয়ার ইন্ডিয়ার চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সুরেশ দত্ত ত্রিপাঠি বলেছেন যে কয়েক বছর ধরে সীমিত নিয়োগের কারণে প্রার্থীদের একটি পুরো প্রজন্ম এয়ার ইন্ডিয়াতে কাজ করার সুযোগ হারিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন যে, তাঁরা প্রতিভা সনাক্তকরণের ক্ষেত্রে এবং মানব সম্পদকে সঠিক ভাবে প্রয়োগ করার ক্ষেত্রে বিশেষ ভাবে জোর দেবেন, যাতে তাঁরা প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা এবং বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হন। সারা দেশ জুড়ে কাজের সাংস্কৃতিক পরিবর্তন আনতে নতুন প্রজন্মের প্রতিভাকে তাঁরা অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর। এতে আখেরে এয়ার ইন্ডিয়া দেশের মানুষের কাছে প্রথম সারিতে উঠে আসবে বলেই মনে করছেন কর্মকর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি/
Air India Recruitment 2022: এয়ার ইন্ডিয়ায় পাইলট-কেবিন ক্রু নিয়োগ; জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল