নিয়োগের দাবি নিয়ে একাধিকবার শহরের রাজপথ আন্দোলনের সাক্ষী থেকেছে। শুধু তাই নয়, রণক্ষেত্রের মতো পরিস্থিতি হয়েছে আন্দোলনকে কেন্দ্র করে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবি নিয়েও দীর্ঘদিন আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ মোতাবেক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হলেও তাতেও দেখা যাচ্ছে অনুপস্থিতির সংখ্যা লক্ষণীয়।দীর্ঘ প্রায় নয় বছর ধরে চলছে এই নিয়োগ প্রক্রিয়া।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তার জেরেই একাধিক চাকরিপ্রার্থী অনুপস্থিত? এমনটাই প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনের অন্দরে। উচ্চ প্রাথমিকsর শিক্ষক নিয়োগ এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার সময় দেখা যায় মেধা তালিকায় প্রথম সারির দিকে থাকা চাকরি প্রার্থীরা চাকরি নিতেই আসেননি। একাধিক চাকরিপ্রার্থী কাউন্সিলিং প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন। যা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রথম সারির দিকে মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীরা কেন আসছেন না চাকরি নিতে? যদিও সেই সময় কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করেছিলেন অনেকেই অন্যান্য চাকরিতে বা অন্যান্য কাজে যোগ দেওয়ার জন্য এই কারণ হতে পারে। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছিলেন এসএসসির চেয়ারম্যান।
আরও পড়ুন: ৪১ শ্রমিকের উদ্ধারকাজে আরও দেরি হবে, কারণ জানিয়ে দিনক্ষণ বলে দিলেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ
কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ার সময়ে যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে। পুজোর ছুটির পরে ফের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। গত দুদিনে প্রায় ১৫০ জন চাকরি প্রার্থী অনুপস্থিত ছিলেন। কমিশন সূত্রে খবর, বুধবার প্রায় ৭৫ জনের কাছাকাছি এবং বৃহস্পতিবার প্রায় ৬৫ জনের কাছাকাছি অনুপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত মেধাতালিকায় থাকা সাড়ে চার হাজার প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে। যার মধ্যে সাড়ে ৪৫০ জনেরও বেশি চাকরিপ্রার্থী অনুপস্থিত।
একদিকে যখন চাকরিপ্রার্থীদের অনুপস্থিতির সংখ্যা বাড়ছে অন্যদিকে আবার ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও চাকরি পাওয়ার সুযোগ বাড়ছে। তার কারণ যারা অনুপস্থিত থাকছেন তাদের মধ্যে অনেকেই একাধিক ক্যাটাগরিতে মেধা তালিকায় নাম ছিল। কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন এর তরুণ মেধা তালিকার পরেও ওয়েটিং লিস্টে থাকা একাধিক চাকরিপ্রার্থীদের কাছে চাকরির সুযোগ আসবে। ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে উচ্চ প্রাথমিকের এই কাউন্সেলিং প্রক্রিয়া।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়