যে সমস্ত শহরের টিকিটে ছাড় দেওয়া হচ্ছে সেগুলি হল, দুবাই, আবু ধাবি, শারজা, বাহরিন, দোহা, দাম্মাম, রিয়াধ, জেড্ডা, কুয়েত, মাসকট, ঢাকা, কাঠমাণ্ডু, কলম্বো, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, হংকং, লন্ডন, ম্যাঞ্চেস্টার, অ্যামস্টারডাম, বুদাপেস্ট, মাদ্রিদ, এডিনবার্গ, হামবুর্গ, পিসা, লুক্সেমবার্গ, ভিয়েনা, ডুসেলডর্ফ, প্যারিস এবং টরেন্টো ৷
এছাড়া দেশের মধ্যেও বিভিন্ন ডেস্টিনেশনে জেট এয়ারওয়েজ বিমান টিকিটে অনেকটাই ছাড় দিচ্ছে ৷ তবে শুধুমাত্র রিটার্ন ফেয়ারে এই ছাড় পাওয়া যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৷
advertisement
Location :
First Published :
August 08, 2018 1:46 PM IST