তবে আমার বা আপনার পরিচিত সার্কেলে কটাই বা মানুষ আছে যারা সেঞ্চুরি পেরিয়েছেন ৷ জাপানে কতজন শতবর্ষ পেরোন মানুষ আছেন জানেন ৷ এই মাসে সেই সংখ্যা পৌঁছলো ৬৯,৭৮৫ তে ৷ যা একটি রেকর্ড ৷ এই সেঞ্চুরি করা মানুষদের মধ্যে ৮৮.১ শতাংশ মহিলা ৷ চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় উন্নতির জন্য এই ঘটনা সম্ভব হয়েছে ৷
advertisement
গত দু‘দশকের চেয়ে ২০১৪ জন বেড়েছে এক বছরে ৷ যা সাতগুণ বেড়ে গেছে এক ধাক্কায় ৷ এই জনসংখ্যায় ৬১, ৪৫৪ জন মহিলা কিন্তু পুরুষ মাত্র ৮,৩৩১ ৷ এরমধ্যে রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে৷ ইনি মে মাসে ১০০ বছর হয়েছেন ৷
১৯৭১ থেকে ধারাবাহিক ভাবে এই ট্রেন্ড চলছেই ৷ জাপান সরকার আশা করছে এই ধারা জারি থাকবে ৷
আরও পড়ুন - নিষিদ্ধ Saridon! তারপর যা হল ভাবা যায় না
আগামী পাঁচ বছরে এই সংখ্যা বেড়ে ১ লক্ষ হবে এবং ১২ বছরে সেটা হবে ১ লক্ষ ৭০ হাজার ৷ ন্যাশানাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ এই তথ্য জানিয়েছে ৷