TRENDING:

১০০ বছরের বেশি মানুষের সংখ্যা ৭০ হাজার, জানুন কোন দেশে এই অবাক কাণ্ড

Last Updated:

অদ্ভুত এক পরিসংখ্যান যা সকলকে অবাক করবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : সেঞ্চুরি শব্দটা বললেই একটা দারুণ কিছু বলে মনে হয় ৷ কখনো ক্রীড়াক্ষেত্রে, কখনও সম্মানের ক্ষেত্রে সেঞ্চুরির মানই আলাদা ৷ আর যখন কোনও মানুষ শতবর্ষে পৌঁছন তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছয় ৷
advertisement

তবে আমার বা আপনার পরিচিত সার্কেলে কটাই  বা মানুষ আছে যারা সেঞ্চুরি পেরিয়েছেন ৷ জাপানে কতজন শতবর্ষ পেরোন মানুষ আছেন জানেন ৷  এই মাসে সেই সংখ্যা পৌঁছলো ৬৯,৭৮৫ তে ৷ যা একটি রেকর্ড ৷ এই সেঞ্চুরি করা মানুষদের মধ্যে ৮৮.১ শতাংশ মহিলা ৷ চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় উন্নতির জন্য এই ঘটনা সম্ভব হয়েছে ৷

advertisement

গত দু‘দশকের চেয়ে ২০১৪ জন বেড়েছে এক বছরে ৷ যা সাতগুণ বেড়ে গেছে এক ধাক্কায় ৷ এই জনসংখ্যায় ৬১, ৪৫৪ জন মহিলা কিন্তু পুরুষ মাত্র ৮,৩৩১ ৷ এরমধ্যে রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে৷  ইনি মে মাসে ১০০ বছর হয়েছেন ৷

১৯৭১ থেকে ধারাবাহিক ভাবে এই ট্রেন্ড চলছেই ৷ জাপান সরকার আশা করছে এই ধারা জারি থাকবে ৷

advertisement

আরও পড়ুন - নিষিদ্ধ Saridon! তারপর যা হল ভাবা যায় না

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আগামী পাঁচ বছরে এই সংখ্যা বেড়ে ১ লক্ষ হবে  এবং ১২ বছরে সেটা হবে ১ লক্ষ ৭০ হাজার ৷ ন্যাশানাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ এই তথ্য জানিয়েছে ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
১০০ বছরের বেশি মানুষের সংখ্যা ৭০ হাজার, জানুন কোন দেশে এই অবাক কাণ্ড