TRENDING:

Siliguri: ফের দার্জিলিং সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে অনুষ্ঠান শেষ করে তিনি সড়কপথে চলে যাবে দার্জিলিং। ২৯ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: চলতি মাসের শেষ সপ্তাহে চার দিনের দার্জিলিং (Darjeeling) সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandopadhyay)। প্রশাসনিক সূত্রে খবর আগামী ২৮ এবং ২৯ মার্চ তিনি দার্জিলিং সফরে আসবেন। ২৮ মার্চ কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে সোজা চলে আসবেন শিলিগুড়িতে। সেখানে শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Bandopadhyay)। সেখানে অনুষ্ঠান শেষ করে তিনি সড়কপথে চলে যাবে দার্জিলিং (Darjeeling)। ২৯ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী (CM Mamata Bandopadhyay) সফরের আগে সোমবার থেকে তৎপরতা প্রশাসনিক মহলে। এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যান শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনার গৌরব শর্মা। তিনি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখেন। প্রশাসনিক সূত্রে এও খবর, ২৮ মার্চ এই মাঠেই সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। স্টেডিয়ামের কোথায় মঞ্চ করা হবে, দর্শকদের বসার জায়গা কোথায় হবে, তা খতিয়ে দেখেন পুলিশের পদস্থ কর্তারা। গত ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোটের ফলপ্রকাশের বিকেলেই এসেছিলেন তিনি। এই প্রথম শিলিগুড়ি পুরসভা এককভাবে তৃণমূল দখল করার পর প্রকাশ্য মঞ্চে সভাও করেন মুখ্যমন্ত্রী।এদিকে শিলিগুড়ির মসনদে ঘাসফুল ফোটানোর সাফল্য এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর। অন্যদিকে সামনেই পাহাড়ের জিটিএর ভোট। সদ্য সমাপ্ত পুরভোটে তৃণমূল বা তার দুই বন্ধু দল তেমন সাফল্য পায়নি। শৈলশহরের পুরবোর্ড দখল করে হামরো পার্টি। তাই জিটিএ'য়ের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পাহাড় সফরে আঞ্চলিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক করতে পারেন হামরো পার্টির সঙ্গেও। ভোটের ফলের পরই তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয় পাহাড়ের উন্নয়নে হামরো পার্টিকে সবরকম সহযোগিতা করবে তারা। এবারে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন সেদিকেই নজর পাহাড়ের।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri: ফের দার্জিলিং সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল