শহরের উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে পুরসভার ক্ষমতায় আনার আবেদন জানান তিনি। তিনি জানান, "রাজ্যের অর্থ নয় কেন্দ্রের অর্থে উন্নয়ন হবে এই শহরে। কেন্দ্রের স্মার্ট সিটি, গ্রীন সিটি মিশনের আওতায় এনে মডেল শহরে পরিণত করা হবে শহর শিলিগুড়িকে। তবে প্রয়োজন ক্ষমতায় থাকা। সেই কারণে সেকেন্ড ফ্লোর এম পি রাজু বিস্টকে দিয়েছেন, ফার্স্ট ফ্লোর বিধায়ক শংকর ঘোষকে দিয়েছেন আপানারা। এবার গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পুরসভা বিজেপিকে কাজ করার সুযোগ করিয়ে দিন।" এমনই শহরবাসীর কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী।
advertisement
Location :
First Published :
February 09, 2022 4:10 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri: ফার্স্ট-সেকেন্ড ফ্লোর দিয়েছেন, এবার বিজেপিকে ভোট দিয়ে গ্রাউন্ড ফ্লোর দিন, শিলিগুড়িতে আবেদন শুভেন্দু অধিকারীর