পরিবার সূত্রে জানা গেছে, মেখলিগঞ্জের ফুলকাডাবুরি গ্রামের বাসিন্দা স্বর্নধর রায়ের ছেলে, একাদশ শ্রেণির ছাত্র সুব্রত রায় মোবাইল গেমে আসক্ত হয়ে পরেছিল। বারংবার ছেলেকে বোঝানোর পরেও পরিস্থিতি বদলায়নি। বাধ্য হয়ে বাবা স্বর্নধর রায় তার ছেলেকে মোবাইলে গেম খেলা নিয়ে বকাবকি করেন। এর পরেই বুধবার রাতে সুব্রত রায় অভিমানে নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা সুব্রতকে মেখলিগঞ্জ হাসপাতাল ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই সুব্রতর মৃত্যু হয়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷ এদিন দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।
advertisement
Location :
First Published :
March 25, 2022 3:59 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Mobile Game Addiction: মোবাইল গেম খেলতে বাধা পরিবারের, অভিমানে আত্মহত্যা ছাত্রের