একটা সময় ছিল যখন জলপাইগুড়ি শহর ডার্বির আগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এই দুই শিবিরে আড়াআড়ি বিভাজিত হয়ে যেত। তবে অতীতের সেই উন্মাদনা এখন আর দেখা যায় না। যদিও আবেগ যে কমেনি তা পরিষ্কার হয়ে গেল মোহনবাগান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। এদিন ধুমধাম করেই পালিত হল দিনটি।
আরও পড়ুন: কলকাতা ময়দান ছাড়িয়ে মোহনবাগান দিবস এবার শান্তিপুরেও
advertisement
১৯১১ সালের ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ারকে আইএফএ শিল্ডের ফাইনালে ২-১ ব্যবধানে পরাস্ত করে প্রথম ঐ ট্রফি জিতেছিল কোনও ভারতীয় ফুটবল ক্লাব। সেই গর্বের দিনটিকেই মোহনবাগান দিবস হিসেবে উদযাপন করা হয়। কলকাতা ময়দানের পাশাপাশি জলপাইগুড়ি শহরেও এবার পালন করা হল মোহনবাগান দিবস।
মোহনবাগান দিবস উপলক্ষে বহু বছর ধরে ২৯ জুলাই জলপাইগুড়িতে মোহনবাগানের পতাকা উত্তোলন করে আসছেন বর্ষিয়ান সমর্থক প্রভাত ঘোষাল। এবছরও ব্যতিক্রম হল না। জলপাইগুড়ি মেরিনার্সের পক্ষ থেকে স্থানীয় ক্লাব সদস্যের বাড়িতে পালন করা হল মোহনবাগান দিবস। এই উপলক্ষে আয়োজিত ছোট অনুষ্ঠান শেষে মিষ্টি মুখের ব্যবস্থা ছিল।
সুরজিৎ দে