এদিন হিলকার্ট রোডে মিছিল করে এসে হাসমিচকে পথ অবরোধ শুরু করেন দুই বিধায়ক ও বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। এরপরই অবরোধ তুলতে তৎপরতা শুরু করে বিরাট পুলিশ বাহিনী। রাস্তায় শুয়ে পড়ে পথ অবরোধ চালিয়ে যান দুই বিধায়ক। পরে পুলিশ তাদের গ্রেফতার করে বলপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যায় শিলিগুড়ি থানায়। অন্যান্য অবরোধকারীদের গ্রেফতার করে পুলিশ। অবরোধমুক্ত করেন হাসমিচক।
advertisement
উল্লেখ্য, রবিবার ছিল জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি, মালবাজার ও ময়নাগুড়ির পুরভোট। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু পুরসভার ভোট ছিল। এই পুরভোটে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। এছাড়াও বিক্ষিপ্ত অশান্তিতে ছেয়ে যায় জেলাগুলি। এর মাঝেই ভোটে অশান্তি এবং একতরফা ভোটের বিরুদ্ধে আওয়াজ তুলে ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। তবে এদিন স্বাভাবিক ছবি দেখা যায় শহরে।