শিশুদের অভিভাবকরা নিজেদের সন্তানদের গোপালবেশে সাজিয়ে তুলেছেন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। প্রসঙ্গত, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। জন্মাষ্টমীতে নবদ্বীপ, নদীয়া, মথুরা, বৃন্দাবন-সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়।
এবছর একটু ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করল এই বেসরকারি স্কুল। মাথায় ময়ূর পালক, হাতে বাঁশি নিয়ে হাজির গোপালরা। সাজসজ্জায় একে অপরকে টেক্কা দিচ্ছে খুদে ছাত্রছাত্রীরা। কে কেমন সেজেছে, তা বিচার করবেন বিচারকরা। তবে একসঙ্গে এত গোপালের সমাহারে জলপাইগুড়ির জন্মাষ্টমী বেশ জমজমাট।
advertisement
আরও পড়ুন: অফিস মিটিং নিয়ে জেরবার? সব সমস্যা মিটিয়ে দেবে একা এই একটি অ্যাপ, জেনে নিন বিস্তারিত
স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া গুহ বলেন, ‘‘প্রতি বছরই জন্মাষ্টমীর এই দিনটিকে আমরা পালন করি। স্কুলের ছোট্ট বাচ্চাদের নিয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। তাদের ছোট ছোট পুরস্কার উপহার দেওয়া হয়।’’
সুরজিৎ দে