TRENDING:

শুধুমাত্র এই দেবতার পুজো রোজ করুন কেটে যাবে সব বাধা বিপত্তি, অন্য কিছু করতেই হবেনা

Last Updated:

শুধুমাত্র পড়ুন হনুমান চল্লিশা ও বজরঙ্গবলির পুজো করুন ফল পাবেন তৎক্ষণাৎ ৷ হনুমানজিই আপনাকে বাঁচাতে পারে সব কিছু খারাপের হাত থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধুমাত্র পড়ুন হনুমান চল্লিশা ও বজরঙ্গবলির পুজো করুন ফল পাবেন তৎক্ষণাৎ ৷ হনুমানজিই আপনাকে বাঁচাতে পারে সব কিছু খারাপের হাত থেকে ৷ প্রত্যেকের জীবনেই শনিরদশা পার করতে হয় তাই যা কিছু খারাপ সময়ে মানুষকে শান্ত ও স্নিগ্ধ স্বভাবের মানুষকেও উত্তেজিত করে তোলে ৷ হওয়া কাজ হয়না, প্রতিটি কাজে আসে বাধা ৷ হনুমান চল্লিশা লিখেছেন ভগবান স্বয়ং শিব ৷
advertisement

যখনই জীবনে ঢাইয়া ও সাড়ে সাতি থাকবে তখনই যে কোনও অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা আপনার জীবনকে জেরবার করে তুলবে ৷ মনের উপর বাড়বে চাপ, কি করবেন আর কি না করবেন ? বুঝতে পারছেন না ৷ ফলে মানসিক চাপ বাড়বেই ৷ সঙ্কটমোচক হনুমানজির পুজোই একমাত্র বাধা বিপত্তি থেকে মুক্তি দিতে পারে ৷ পূরণ হবে সমস্ত ভাল মনস্কামনা ৷ শুধুই শনির দশা নয়, জীবনের যেকোনও খারাপ দশা থেকেই মুক্তি আসবে ৷ সফল হবেন আপনি ৷ তাই রোজ হনুমানজির পুজো করুন আর জীবনের সব সঙ্কট দূর করুন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পড়ুন বাড়বে মনের জোর আসবে সাফল্য, কাটবে বাধা বিপত্তি ৷ একমাত্র পুরাণে উল্লেখ আছে শনির প্রকোপ থেকে বাঁচাতে পারেন বজরঙ্গবলিই ৷ শনিবার নিরামিষ খেয়ে দেখুন সুফল পাবেন আপনি ৷ সঙ্গে সঙ্গে কখনই চাল, তেল, নুন, ডাল কিনবেন না ৷ এতে শনিদেব রুষ্ট হন ৷ প্রতিদিন হনুমান চল্লিশা পড়ুন, তাতেই করতে পারবেন বাজিমাত ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শুধুমাত্র এই দেবতার পুজো রোজ করুন কেটে যাবে সব বাধা বিপত্তি, অন্য কিছু করতেই হবেনা