সূত্রের খবর, ইরফান যে দেশে আসছেন সেই খবরটি কোনও ভাবেই কাউকে জানানো হয়নি ৷ তিনি বা তাঁর পরিবার চাননি কোনভাবেই তাদের এই পারিবারিক পুজো নিয়ে চর্চা হোক ৷ তাই পুরো বিষয়টিতে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল ৷
গত বছর মার্চে ইরফান জানান যে তাঁর শরীরে এক মারণ টিউমার হয়েছে ৷ সেটা নির্মূল করতেই শুরু হয় তাঁর চিকিৎসা ৷ দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দেন ইরফান খান ৷ অনেকদিনই স্ক্রিন থেকে দূরে রয়েছেন তিনি ৷ তাড়াতাড়ি সেরে উঠুন অভিনেতা এই কামনাই রইল ৷
advertisement
আরও পড়ুন বিয়ে ভেঙেছে, কিন্তু স্ত্রীকে এখনও ভালবাসেন হৃত্বিক, সুজানকে নিয়ে লিখলেন মন ভরানো পোস্ট, দেখুন
Location :
First Published :
November 26, 2018 11:32 AM IST