বিয়ে ভেঙেছে, কিন্তু স্ত্রীকে এখনও ভালবাসেন হৃত্বিক, সুজানকে নিয়ে লিখলেন মন ভরানো পোস্ট, দেখুন

Last Updated:
1/7
ছেলেদের সঙ্গে বেড়াতে গিয়েছেন হৃতিক রোশন৷ দারুণ সময় কাটছে তাঁদের ৷ আর সেই সব মুহূর্তকে ক্যামারা বন্দি করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ৷ অবাক হবেন না ৷ প্রাক্তন হলেও সম্পর্ক ছেদ তো হয়নি ৷ এখনও হৃতিকের জীবেনর এক গুরিত্বপূর্ণ অংশ তিনি, জানিয়েছেন অভিনেতা নিজেই ৷ Photo Courtesy: Instagram
ছেলেদের সঙ্গে বেড়াতে গিয়েছেন হৃতিক রোশন৷ দারুণ সময় কাটছে তাঁদের ৷ আর সেই সব মুহূর্তকে ক্যামারা বন্দি করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ৷ অবাক হবেন না ৷ প্রাক্তন হলেও সম্পর্ক ছেদ তো হয়নি ৷ এখনও হৃতিকের জীবেনর এক গুরিত্বপূর্ণ অংশ তিনি, জানিয়েছেন অভিনেতা নিজেই ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/7
ঘর ভাঙার পর, কিছুটা যেন বদলেছেন হৃতিক ৷ তিনি ঘনঘন ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ তাদের নিয়ে বেড়াতে যাচ্ছেন ৷ Photo Courtesy: Instagram
ঘর ভাঙার পর, কিছুটা যেন বদলেছেন হৃতিক ৷ তিনি ঘনঘন ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ তাদের নিয়ে বেড়াতে যাচ্ছেন ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/7
হৃতিকের জীবেন তাঁর ছেলেদের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ ৷ আপাতত তিনি ও সুজান আদালা হয়েছেন ৷ তাই ছেলেরাও কখনও একসঙ্গে বাবা ও মা-কে কাছে পায় না ৷ সেই শূন্যতাপূরণেই ব্যস্ত থাকেন হৃতিক ৷ Photo Courtesy: Instagram
হৃতিকের জীবেন তাঁর ছেলেদের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ ৷ আপাতত তিনি ও সুজান আদালা হয়েছেন ৷ তাই ছেলেরাও কখনও একসঙ্গে বাবা ও মা-কে কাছে পায় না ৷ সেই শূন্যতাপূরণেই ব্যস্ত থাকেন হৃতিক ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/7
ছোট ছেলেদের সঙ্গে তিনিও যেন বয়স অনেকটা কমিয়ে মেশেন ৷ বাবা তাদের কাছে বন্ধুর মত ৷ তেমনভাবেই সন্তানদের সঙ্গে মেশেন তিনি ৷ Photo Courtesy: Instagram
ছোট ছেলেদের সঙ্গে তিনিও যেন বয়স অনেকটা কমিয়ে মেশেন ৷ বাবা তাদের কাছে বন্ধুর মত ৷ তেমনভাবেই সন্তানদের সঙ্গে মেশেন তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/7
সন্তানরা মায়ের থেকে দূরে থাকুক চান না হৃতিক ৷ তাই অনেক সময়ই তাঁরা একসঙ্গে বেড়াতে যান ৷ সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটান ৷ তবে শুধুমাত্র সেই কারণে নয়, সুজানকে এখনও মন থেকে মুছতে পারেননি হৃতিক ৷ উল্টে, তিনি যে সুজানকে মিস করেন, নানাভাবে সেটাই ফুটে ওঠে তাঁর কথায় ৷ দেখুন এই পোস্টটি ৷ যেখানে হৃতিক লিখেছেন যে এই সময়টা ভীষণ সুন্দর ৷ সুজান, আমার ভাল বন্ধু, আমার প্রাক্তন স্ত্রী, তুলছেন ছবিটি ৷ এরপরই হৃতিক এমন একটা লাইন লিখেছেন, যাতে জল্পনা উস্কে উঠেছে ৷ তিনি লিখেছেন যে অনেক রাস্তা আলাদা হয়ে যাওয়ার পরও মিলে যেতে সক্ষম হয় ৷ তাহলে? এর কী অন্য কোন মানে রয়েছে ? Photo Courtesy: Instagram
সন্তানরা মায়ের থেকে দূরে থাকুক চান না হৃতিক ৷ তাই অনেক সময়ই তাঁরা একসঙ্গে বেড়াতে যান ৷ সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটান ৷ তবে শুধুমাত্র সেই কারণে নয়, সুজানকে এখনও মন থেকে মুছতে পারেননি হৃতিক ৷ উল্টে, তিনি যে সুজানকে মিস করেন, নানাভাবে সেটাই ফুটে ওঠে তাঁর কথায় ৷ দেখুন এই পোস্টটি ৷ যেখানে হৃতিক লিখেছেন যে এই সময়টা ভীষণ সুন্দর ৷ সুজান, আমার ভাল বন্ধু, আমার প্রাক্তন স্ত্রী, তুলছেন ছবিটি ৷ এরপরই হৃতিক এমন একটা লাইন লিখেছেন, যাতে জল্পনা উস্কে উঠেছে ৷ তিনি লিখেছেন যে অনেক রাস্তা আলাদা হয়ে যাওয়ার পরও মিলে যেতে সক্ষম হয় ৷ তাহলে? এর কী অন্য কোন মানে রয়েছে ? Photo Courtesy: Instagram
advertisement
6/7
হৃতিক আরও লিখেছেন, যে বাড়িতেই সব সমস্যার সমাধান হয় ৷ তাহলে কী হৃতিক-সুজানের আবার মিল হচ্ছে ? এক হচ্ছেন দু’জনে ?  Photo Courtesy: Instagram
হৃতিক আরও লিখেছেন, যে বাড়িতেই সব সমস্যার সমাধান হয় ৷ তাহলে কী হৃতিক-সুজানের আবার মিল হচ্ছে ? এক হচ্ছেন দু’জনে ? Photo Courtesy: Instagram
advertisement
7/7
বেশ কিছুদিন ধরেই সে জল্পনা চলছিলই ৷ শোনা যাচ্ছিল যে আবার এক হতে পারেন হৃতিক-সুজান ৷ তাহলে সেই দিকেই কী পা বাড়াচ্ছেন তাঁরা ৷ অন্তত হৃতিকের এই পোস্ট সেই কথাই যেন উল্লেখ করছে ৷ এখন দেখা যাক কী হয় আগামিদিনে ৷ Photo Courtesy: Instagram
বেশ কিছুদিন ধরেই সে জল্পনা চলছিলই ৷ শোনা যাচ্ছিল যে আবার এক হতে পারেন হৃতিক-সুজান ৷ তাহলে সেই দিকেই কী পা বাড়াচ্ছেন তাঁরা ৷ অন্তত হৃতিকের এই পোস্ট সেই কথাই যেন উল্লেখ করছে ৷ এখন দেখা যাক কী হয় আগামিদিনে ৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement