বিয়ে ভেঙেছে, কিন্তু স্ত্রীকে এখনও ভালবাসেন হৃত্বিক, সুজানকে নিয়ে লিখলেন মন ভরানো পোস্ট, দেখুন
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
সন্তানরা মায়ের থেকে দূরে থাকুক চান না হৃতিক ৷ তাই অনেক সময়ই তাঁরা একসঙ্গে বেড়াতে যান ৷ সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটান ৷ তবে শুধুমাত্র সেই কারণে নয়, সুজানকে এখনও মন থেকে মুছতে পারেননি হৃতিক ৷ উল্টে, তিনি যে সুজানকে মিস করেন, নানাভাবে সেটাই ফুটে ওঠে তাঁর কথায় ৷ দেখুন এই পোস্টটি ৷ যেখানে হৃতিক লিখেছেন যে এই সময়টা ভীষণ সুন্দর ৷ সুজান, আমার ভাল বন্ধু, আমার প্রাক্তন স্ত্রী, তুলছেন ছবিটি ৷ এরপরই হৃতিক এমন একটা লাইন লিখেছেন, যাতে জল্পনা উস্কে উঠেছে ৷ তিনি লিখেছেন যে অনেক রাস্তা আলাদা হয়ে যাওয়ার পরও মিলে যেতে সক্ষম হয় ৷ তাহলে? এর কী অন্য কোন মানে রয়েছে ? Photo Courtesy: Instagram
advertisement
advertisement