আরও পড়ুন - Jadeja attacks KL Rahul : রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন অজয় জাদেজা
বাংলাদেশ তারকা'র পারফরম্যান্স দেখে খুশি ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট। সাকিবকে নিয়ে বিশ্বজুড়েই প্রশংসার বন্যা বইছে। ভাল ক্রিকেট উপহার দেওয়া সাকিবকে লিগ পর্বের সর্বশেষ ম্যাচ এমনকী প্লে-অফেও একাদশে দেখতে চান ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কার্লোস । ইএসপিএনের আলোচনায় তিনি বলেন, 'আমি সাকিবকে একাদশে রাখার পক্ষে। নাইট রাইডার্স দলের প্লে-অফ ম্যাচগুলো শারজায় অনুষ্ঠিত হবে। আন্দ্রে রাসেল আর ফার্গুসন থেকে যেকোনো একজনকে খেলানো যেতে পারে। রাসেল ফিট হলে অবশ্যই সে দলে ফিরবে। তবে সে শতভাগ ফিট না হলে একাদশে না ফেরানোই ভাল।'
advertisement
আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। সাকিব যে নাইট একাদশে থাকবেন তা একপ্রকার নিশ্চিত। কলকাতা শেষ চার নিশ্চিত করলে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। সেই ম্যাচও কিন্তু হবে শারজার স্পিনবান্ধব উইকেটে। তাছাড়া ব্যাট হাতেও সাকিব যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সেটাও মাথায় রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
রাজস্থানকে হারাতে পারলে অনেকটাই স্বস্তি পাবে শাহরুখ খানের দল। কিন্তু পচা শামুকে পা না কাটে, সেদিকে সতর্ক দৃষ্টি ব্রেন্ডন ম্যাককালামের। তাছাড়া অধিনায়ক ইয়ন মর্গ্যান রান না পেলেও, দীনেশ কার্তিক ব্যাট হাতে ভরসা দিচ্ছেন। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন ধারাবাহিক ভাল বল করেছেন। সব মিলিয়ে শেষ চারের টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী দুবারের চ্যাম্পিয়নরা।