আবু ধাবিতে খেলছিল রাজস্থান রয়্য়ালস ও চেন্নাই সুপার কিংস। রাজস্থানের ইনিংসের ১৭ তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে বল হাত থেকে ফসকে যায় স্যাম কারানের। সেই সময়ে ব্যাটসম্যান ছিলেন গ্লেন ফিলিপস।আসলে কারান স্লোয়ার ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বল তাঁর হাত থেকে ছিটকে যায়। বল পিচে ড্রপ করেনি। তার বদলে অনেকটাই উপরের দিকে উঠে ব্যাটসম্যানের থেকে দূরে গিয়ে পড়ে। কিন্তু ফিলিপস ছাড়ার পাত্র নযন। তিনি রীতিমতো বল ধাওয়া করতে শুরু করেন। লেগ ও গালি অঞ্চল পর্যন্ত চলে গিয়েছিলেন ফিলিপস। কিন্তু শেষ পর্যন্ত হাসতে হাসতে তিনি বল ছেড়ে দিলেন। বলা ভাল অতদূর ছুটে গিয়েও বলেন নাগাল পেলেন না তিনি।
advertisement
আরও পড়ুন- Sehwag on Ruturaj : বিশ্ব ক্রিকেটকে শাসন করবে ঋতুরাজ, বলছেন সেহওয়াগ
ভিডিও দেখতে ক্লিক করুন-
https://www.iplt20.com/video/243280/curran-s-booming-delivery-to-phillips-has-everyone-in-splits
চেন্নাইয়ের উইকেটকিপার এমএস ধোনিও কারানের সেই নো বল ধরতে ছুটে গিয়েছিলেন। একইসঙ্গে বলের পিছনে দৌড়াচ্ছিলেন ফিলিপস। আম্পায়ার নো বল ডাকেন। উল্লেখ্য, এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাই প্রথমে ব্যাট করে তুলেছিল ১৮৯ রান। ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি করেও অপরাজিত ছিলেন। রাজস্থান ১৭.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।