তবে ভ্যেনুর অভাবে হোম ও অ্যাওয়ে ম্যাচের গ্রাউন্ড ফেসিলিটি দেওয়া যায়নি . তাই ডবল লেগে খেলা হলেও সেই সুবিধাটা পাননি ক্রিকেটাররাও৷ কিন্তু দাদা-র হাত ধরেই ঘটেছে শাপমোচন৷ দীর্ঘ লকডাউন ও তার পরবর্তী পর্বে ক্রিকেটাররা যখন অনুশীলন করতে পারছিলেন না তখনও তাঁদের স্কিল পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই টুর্নামেন্ট আয়োজনের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
advertisement
আসলে তিনিই তো দেখিয়েছেন লর্ডসের ঐতিহ্যমণ্ডিত ব্যালকনিতে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে টি শার্ট ঘোরানো যায় ৷ আসলে সকলেই বীরদের ভালোবাসে৷ যারা নিজেরা সাহসী সিদ্ধান্ত নিতে পারে না তারা অন্য কারোর সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ করে আর এটাই সৌরভের অসম্ভব জনপ্রিয়তার কারণ৷ আর তাই আইপিএল ফাইনালের দিনে ট্যুইটারে ট্রেন্ডিং হলেন দাদা ৷
এদিকে নিন্দুকদের যে জ্বালা থেকেই যায় তা ফের প্রমাণ করলেন রবি শাস্ত্রী, সফল আইপিএল আয়োজনের কৃতিত্ব একাধিকজনকে দিলেও দাদার নাম মিসিং৷নেটিজেনরা মিটিয়ে দিল সেই খেদ৷
ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব তিনি যখন নিয়েছিলেন তখন বেটিং কলঙ্কে মূহ্যমান ভারতীয় ক্রিকেট৷ সাহসী সিদ্ধান্ত ও সফল পারফরম্যান্স দিয়ে ক্রিকেটকে স্বমহিমায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ এবার যখন সারা পৃথিবী মারণ রোগের ভয়ে লুকিয়ে তখন সমস্ত সুরক্ষাবিধি মেনে একজন ক্রিকেটার ও স্টাফদের অসুস্থ হতে না দিয়ে সফল ভাবে আয়োজন করে ফেললেন মিলিয়ন ডলার ক্রিকেট শো৷ তাই সকলেই জানাচ্ছে কুর্নিশ দাদা৷