TRENDING:

IPL 2020: চ্যাম্পিয়ন মুম্বই, তবে মন জিতলেন ‘দাদা’, করোনা আবহে সফল আইপিএলের কারিগর

Last Updated:

আইপিএল ফাইনালের দিন ট্যুইটার জুড়ে ট্রেন্ডিং সৌরভ গঙ্গোপাধ্যায় থুড়ি ‘দাদা’, বাঙালির ভিতুর তকমা ঘুচিয়ে ফের একবার লাইমলাইটে সাহসী সৌরভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: করোনা অতিমারি সারা পৃথিবী স্তব্ধ ৷ অলিম্পিক্স পিছিয়ে গেল , পিছিয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ নির্ধারিত উইন্ডোতে শুরু করা গেল না আইপিএল৷ কিন্তু আইপিএল এবার হবেই এ কথা বারবার বলে যিনি আশ্বস্ত করেছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আর তাঁর কথা যে শুধু কথার কথা নয় তা আরও একবার প্রমাণিত হয়ে গেল ১০ নভেম্বর ২০২০ তে৷ প্রায় ২ মাস ধরে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হল আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ শুধু আয়োজিত বললে অবশ্য কম বলা হবে৷ একেবারে তারকা খচিত পূর্ণ শক্তির দল নিয়ে আটটি দল লড়ল শ্রেষ্ঠত্বের লড়াই৷ কোনও কাটছাঁট টুর্নামেন্টও হল না একেবারে নির্দিষ্ট ফর্ম্যাট মেনেই চলল আইপিএল৷
advertisement

তবে ভ্যেনুর অভাবে হোম ও অ্যাওয়ে ম্যাচের গ্রাউন্ড ফেসিলিটি দেওয়া যায়নি . তাই ডবল লেগে খেলা হলেও সেই সুবিধাটা পাননি ক্রিকেটাররাও৷ কিন্তু দাদা-র হাত ধরেই ঘটেছে শাপমোচন৷ দীর্ঘ লকডাউন ও তার পরবর্তী পর্বে ক্রিকেটাররা যখন অনুশীলন করতে পারছিলেন না তখনও তাঁদের স্কিল পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই টুর্নামেন্ট আয়োজনের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷

advertisement

আসলে তিনিই তো দেখিয়েছেন লর্ডসের ঐতিহ্যমণ্ডিত ব্যালকনিতে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে টি শার্ট ঘোরানো যায় ৷ আসলে সকলেই বীরদের ভালোবাসে৷ যারা নিজেরা সাহসী সিদ্ধান্ত নিতে পারে না তারা অন্য কারোর সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ করে আর এটাই সৌরভের অসম্ভব জনপ্রিয়তার কারণ৷ আর তাই আইপিএল ফাইনালের দিনে ট্যুইটারে ট্রেন্ডিং হলেন দাদা ৷

advertisement

এদিকে নিন্দুকদের যে জ্বালা থেকেই যায় তা ফের প্রমাণ করলেন রবি শাস্ত্রী, সফল আইপিএল আয়োজনের কৃতিত্ব একাধিকজনকে দিলেও দাদার নাম মিসিং৷নেটিজেনরা মিটিয়ে দিল সেই খেদ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব তিনি যখন নিয়েছিলেন তখন বেটিং কলঙ্কে মূহ্যমান ভারতীয় ক্রিকেট৷ সাহসী সিদ্ধান্ত ও সফল পারফরম্যান্স দিয়ে ক্রিকেটকে স্বমহিমায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ এবার যখন সারা পৃথিবী মারণ রোগের ভয়ে লুকিয়ে তখন সমস্ত সুরক্ষাবিধি মেনে একজন ক্রিকেটার ও স্টাফদের অসুস্থ হতে না দিয়ে সফল ভাবে আয়োজন করে ফেললেন মিলিয়ন ডলার ক্রিকেট শো৷ তাই সকলেই জানাচ্ছে কুর্নিশ দাদা৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2020: চ্যাম্পিয়ন মুম্বই, তবে মন জিতলেন ‘দাদা’, করোনা আবহে সফল আইপিএলের কারিগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল