নাগেন্দর হুমকি দিয়েছেন, স্থানীয় কোনো ক্রিকেটার না থাকায় হায়দরাবাদের মাটিতে আইপিএলের কোনো ম্যাচ খেলতে দেওয়া হবে না সানরাইজার্সকে। তবে ফ্র্যাঞ্চাইজির জন্য একটি প্রস্তাব দিয়েছেন তিনি। যদি স্থানীয় ক্রিকেটার না নেওয়া হয়, তাহলে দলের নাম বদলে ফেলতে হবে। তেলেঙ্গানার এই প্রাক্তন মন্ত্রী ডেভিড ওয়ার্নার কেন সানরাইজার্সের অধিনায়ক, সেটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন, "এই ওয়ার্নার বল বিকৃতি করে প্রতারণা করেছিল। সেও কিনা সানরাইজার্সের অধিনায়ক। অথচ গোটা রাজ্যে এত প্রতিভা, সেটা দেখতে পেল না ওঁরা। এটা আমাদের অপমান। এভাবে চলতে পারে না। মহম্মদ সিরাজ এই রাজ্যের ক্রিকেটার হওয়া সত্ত্বেও ওঁকে দলে নেওয়া হয়নি। নিয়েছে বেঙ্গালুরু"।
advertisement
কেবল নাগেন্দরই নন, সানরাইজার্সে হায়দরাবাদের স্থানীয় ক্রিকেটার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এঁদের মধ্যে আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি এ মুহূর্তে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রধান। সানরাইজার্স কেন একজনও স্থানীয় প্রতিভা দলে নিল না, এ নিয়ে তিনিও বেজায় ক্ষুব্ধ। ভিভিএস লক্ষণ রয়েছেন দলের সঙ্গে। অথচ তিনিও চুপ। টাকার কাছে সকলের মুখ বন্ধ।
কিন্তু তাঁরা রেগে গেলেও বোর্ডের তরফে এমন কোনও নিয়ম নেই যেখানে স্থানীয় ক্রিকেটার নিতে বাধ্য হবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাঁরা ব্যবসা করতে এসেছে। আবেগ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কলকাতা নাইট রাইডার্স দলেও বাংলা ব্রাত্য। বিবেক, আকাশদিপ বাংলার হয়ে টানা ভাল পারফর্ম করলেও ডাক পাননি দলে। অথচ উত্তর প্রদেশের রিঙ্কু সিং দলে জায়গা পান। 'উড়ছে টাকা, লাগছে বেশ'-এর আইপিএলে এটাই কঠিন বাস্তব। তাই এই বিধায়কের হুমকির পর সানরাইজার্স কতৃপক্ষের টনক নড়ে কিনা সেটাই দেখার।