রাজ্য স্তরের ক্রিকেটে সুযোগ না পাওয়ায় সেই সময় আর্কিটেকচারের কোর্স করেছিলেন বরুণ। তবে সেই কোর্স করার পর আর আর্কিটেক্ট হয়ে ওঠা হয়নি তাঁর। ক্রিকেটার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেকেআর অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান। এখন তিনি নাইট পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। এমনকী ভারতের টি-২০ দলেও তাঁকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করছে বিসিসিআই। এমন একজন ক্রিকেটারের জীবন এবার শর্ট ফিল্মে। কেকেআর-এর তরফে বরুণ চক্রবর্তীর জীবন ও উত্থান নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- Akram Pakistan coach : কেন পাকিস্তানের কোচ হতে রাজি নন ওয়াসিম আক্রম ?
তামিলনাড়ুর বোলারের জীবন ও লড়াইয়ের গল্প বলবে সেই শর্ট ফিল্ম। দুটি পার্টে রিলিজ করবে সেই শর্ট ফিল্ম। প্রথম পার্ট রিলিজ করে গিয়েছে। শর্ট ফিল্মের প্রোমোশনে বরুণ বলেছেন, পাঁচ বছরের আর্কিটেকচার কোর্স করেছিলাম। সেই সময় রাজ্য স্তরের ক্রিকেটে সুযোগ পাচ্ছিলাম না। হতাশ লাগছিল। আর্কিটেকচার আমার কাছে একেবারে অন্য একটা জগত ছিল। আমার কোর্সের শেষ বছর থিসিসের বিষয় ছিল ক্রিকেট স্টেডিয়াম। কোর্স শেষ করে ১০ মাস বসে ছিলাম। ভেবেছিলাম ক্রিকেটে ফিরব। কিন্তু কোনও যোগাযোগ ছিল না। এর পর নিজের খরচ চালানোর জন্য চাকরি করতে হয়। তখন সপ্তাহের শেষ দুটো দিন ক্রিকেট খেলতাম।
আপাতত হাঁটুর চোটে জেরবার বরুণ। ইঞ্জেকশন নিয়ে ব্যথা কমাতে হচ্ছে তাঁকে। এমনকী আসন্ন টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়েছেন বরুণ। গত বছর থেকেই একের পর এক চোটে কাবু বরুণ। তবে তাঁর উপর কেকেআর দলের প্রত্যেকে ভরসা রেখেছেন। বরুণ দলে থাকা মানে বাড়তি শক্তি, মনে করেন অনেকেই।