TRENDING:

IPL 2021: কোহলির ভাগ্যের চাকা ঘুরল, প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন RCB!

Last Updated:

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আরসিবি চ্যাম্পিয়ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যাঙ্গালোর: এতদিন পর তাঁর স্বস্তি। শেষ পর্যন্ত তাঁর দল আইপিএল চ্যাম্পিয়ন হল! ভারতীয় দলের জার্সি গায়ে তাঁর একের পর পর এক রেকর্ড। জাতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁকে সফল বলাই যায়। কিন্তু আইপিএল খেলতে এলে কোহলির যে কী হয়! প্রতিবার শক্তিশালী দল গড়ে আরসিবি। কিন্তু কোনওবারই ট্রফি ছুঁয়ে দেখা হয় না তাঁর। প্রতিবার আইপিএল থেকে গোমরা মুখেই বাড়ি ফিরতে হয় কোহলিকে। এবার আইপিএল মাঝপথে বন্ধ। তবুও হিসেব বলছে, আইপিএল ২০২১ চ্যাম্পিয়ন আরসিবি। Royal Challengers Bangalore এবার আইপিএলের খেতাব ঘরে তুলত, যদি টুর্নামেন্ট শেষ হত! টুর্নামেন্ট এবার শেষ করা যায়নি। করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পরই আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তার মধ্যে একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করা ছাড়া আর কোনও উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে।
advertisement

যদি টুর্নামেন্ট শেষ হত তা হলে এবার চ্যাম্পিয়ন আরসিবি! আসলে একজন রেডিট ইউজার পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আইপিএলের সিমুলেশন তৈরি করেছেন। সেখানেই হিসাবে অনুযায়ী এবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। আসলে তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে কোনও কিছুর ভবিষ্যত কী হতে পারে তা নির্ধারণ করা হয় এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এবার আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আরসিবি চ্যাম্পিয়ন হত বলে জানিয়েছে সেই হিসেব। আদিশ জৈন নামে একজন আরসিবির সমর্থক এই হিসাবে কষেছেন। তিনি রেডিটে সেই হিসেব জানিয়েছেন। এবার আইপিএলে দুরন্ত শুরু করেছিল আরসিবি। ফলে এবার আইপিএলের শেষে আরসিবি চ্যাম্পিয়ন হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকত না। এদিকে, এবার দিল্লি ক্যাপিটালসও ভাল পারফর্ম করছিল শুরু থেকেই। দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ দুরন্ত ফর্মেও ছিলেন। ফলে তাদেরও ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আদিশ জৈন নামের সেই আরসিবি সমর্থক বলেছেন, আইপিএলের পুরো মরশুম খেলা হলে কী হতে পারত তার আন্দাজ করেছিল পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে। পুরনো তথ্য, পরিসংখ্যান বিশ্লেষণ করে সেই হিসেব করেছি। বেশ কয়েকটি ম্যাচের স্কোরকার্ড, বোলিং পরিসংখ্যানও আমাকে সাহায্য করেছে। আরসিবি ভক্তদের এটা দারুন পছন্দ হবে বলেই আশা করি। ব্যাটসম্যানদের গত পাঁচ বছরের রানের পরিসংখ্যান বিচার করেছি। কোন উইকেটে কে ভাল খেলে তারও তথ্য দেখেছি। সব হিসাব করে দেখেছি টুর্নামেন্ট শেষে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে আরসিবি। দিল্লি হত রানার্স। তিন নম্বরে থাকত চেন্নাই সুপার কিংস। তা ছাড়া আরসিবি এবার দুর্দান্ত ফর্মেও ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: কোহলির ভাগ্যের চাকা ঘুরল, প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন RCB!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল