যদি টুর্নামেন্ট শেষ হত তা হলে এবার চ্যাম্পিয়ন আরসিবি! আসলে একজন রেডিট ইউজার পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আইপিএলের সিমুলেশন তৈরি করেছেন। সেখানেই হিসাবে অনুযায়ী এবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। আসলে তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে কোনও কিছুর ভবিষ্যত কী হতে পারে তা নির্ধারণ করা হয় এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এবার আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আরসিবি চ্যাম্পিয়ন হত বলে জানিয়েছে সেই হিসেব। আদিশ জৈন নামে একজন আরসিবির সমর্থক এই হিসাবে কষেছেন। তিনি রেডিটে সেই হিসেব জানিয়েছেন। এবার আইপিএলে দুরন্ত শুরু করেছিল আরসিবি। ফলে এবার আইপিএলের শেষে আরসিবি চ্যাম্পিয়ন হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকত না। এদিকে, এবার দিল্লি ক্যাপিটালসও ভাল পারফর্ম করছিল শুরু থেকেই। দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ দুরন্ত ফর্মেও ছিলেন। ফলে তাদেরও ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা ছিল।
advertisement
আদিশ জৈন নামের সেই আরসিবি সমর্থক বলেছেন, আইপিএলের পুরো মরশুম খেলা হলে কী হতে পারত তার আন্দাজ করেছিল পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে। পুরনো তথ্য, পরিসংখ্যান বিশ্লেষণ করে সেই হিসেব করেছি। বেশ কয়েকটি ম্যাচের স্কোরকার্ড, বোলিং পরিসংখ্যানও আমাকে সাহায্য করেছে। আরসিবি ভক্তদের এটা দারুন পছন্দ হবে বলেই আশা করি। ব্যাটসম্যানদের গত পাঁচ বছরের রানের পরিসংখ্যান বিচার করেছি। কোন উইকেটে কে ভাল খেলে তারও তথ্য দেখেছি। সব হিসাব করে দেখেছি টুর্নামেন্ট শেষে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে আরসিবি। দিল্লি হত রানার্স। তিন নম্বরে থাকত চেন্নাই সুপার কিংস। তা ছাড়া আরসিবি এবার দুর্দান্ত ফর্মেও ছিল।