TRENDING:

রোজ প্রার্থনা করব ভারতের জন্য, দেশে পৌঁছে বললেন বোল্ট

Last Updated:

ভারতবাসীর জন্য প্রার্থনা করে যাবেন প্রতিদিন। ক্রিকেট মাঠে যেমন একজন ক্রিকেটার শেষ বল না হওয়া পর্যন্ত লড়াই ছাড়ে না, তেমন করেই ভারতীয়দের করোনার বিরুদ্ধে লড়তে অনুপ্রাণিত করছেন বোল্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের জন্য প্রার্থনা করবেন বোল্ট
ভারতের জন্য প্রার্থনা করবেন বোল্ট
advertisement

টোকিও হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছেন বেশকিছু ক্রিকেটার। আরও দুই ভাগে পৌঁছবেন বাকিরা। কোভিডের কারণে মাঝপথেই আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে হলেও ভারতের পরিস্থিতি দেখে বুক ফেটে যাচ্ছে ট্রেন্ট বোল্টের। সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের জোরে বোলার লেখেন, ‘ভারতীয়দের কথা ভাবলেই আমার বুক ফেটে যাচ্ছে। ক্রিকেটার হিসেবে এই দেশ থেকে আমি অনেক কিছুই পেয়েছি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সমর্থকদের অনেক ভালবাসা পেয়েছি। সুযোগ পেলেই ভারতে ফিরতে চাইব। আশা করব ভারত দ্রুত এই অবস্থা কাটিয়ে উঠবে’।

advertisement

নিরাপদে ভারত থেকে নিউজিল্যান্ডে পৌঁছতে পারায় মুম্বই ইন্ডিয়ান্স কর্তাদের কৃতিত্ব দিয়েছেন বোল্ট। তিনি লেখেন, ‘আমাদের নিরাপদে বাড়ি অবধি আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। ক্রিকেটার এবং তাঁদের পরিবার তোমাদের কাছে এতটা গুরুত্ব পায় দেখে খুব ভাল লাগল’। ঘরে ফিরলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়ত দলে থাকবেন না বোল্ট। দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে মানসিক চাপ বাড়ছে খেলোয়াড়দের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

দীর্ঘদিন পরিবার ছেড়ে থাকার ফলে অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। পরিবারকে সময় দিতে চেয়ে ১৮ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলবেন না তিনি। আপাতত একঘেয়েমি কাটাতে চান। কিন্তু জানিয়ে দিলেন ভারতবাসীর জন্য প্রার্থনা করে যাবেন প্রতিদিন। ক্রিকেট মাঠে যেমন একজন ক্রিকেটার শেষ বল না হওয়া পর্যন্ত লড়াই ছাড়ে না, তেমন করেই ভারতীয়দের করোনার বিরুদ্ধে লড়তে অনুপ্রাণিত করছেন বোল্ট।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
রোজ প্রার্থনা করব ভারতের জন্য, দেশে পৌঁছে বললেন বোল্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল