এই ম্যাচে জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল মুম্বই৷৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেলেও রান রেটের বিচারে এক নম্বরে রয়েছে রোহিত শর্মার দল৷ অন্যদিকে পর পর দুই ম্যাচে হারের মুখ দেখল কে এল রাহুলের পঞ্জাব৷ এই ম্যাচে ফের বোঝা গেল পঞ্জাবের ব্যাটিং কতখানি কে এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালের উপরে নির্ভরশীল৷
advertisement
এ দিন মুম্বইকে ভাল জায়গায় পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা৷ ৪৫ বলে তাঁর করা ৭০ রানের সুবাদেই পঞ্জাবের বিরুদ্ধে বড় রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ তার সঙ্গে শেষদিকে ব্যাটে ঝড় তোলে হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড জুটি৷ হার্দিক ১১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন৷ আর ২০ বলে ৪৭ রানের নট আউট থেকে যান৷
মুম্বইয়ের হয়ে এ দিন বল হাতে সবথেকে সফল যশপ্রীত বুমরাহ৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দু'টি উইকেট তুলে নেন তিনি৷ দু'টি করে উইকেট পান রাহুল চহার এবং জেমস প্যাটিনসনও৷