TRENDING:

MI vs KXIP: মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিল পঞ্জাব, জয়ে ফিরতে মরিয়া দু' দলই

Last Updated:

আগের ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরতে মরিয়া দুই দলই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিল কিংগস ইলেভেন পঞ্জাব৷ মূলত শিশিরের ভয়েই সব দল টসে জিতলেও পরে বোলিংয়ের ঝুঁকি নিচ্ছে না৷ আগের ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরতে মরিয়া দুই দলই৷
advertisement

এবারের আইপিএল-এ দু' দলই একটি করে ম্যাচ জিতেছে পঞ্জাব এবং মুম্বই৷ দু' দলই ইতিমধ্যে সুপার ওভারে গিয়ে হারের মুখ দেখেছে৷ পঞ্জাব লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে৷ অন্যদিকে মুম্বই রয়েছে ছ' নম্বরে৷

advertisement

আগের ম্যাচে ২২৩ রান করেও রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল পঞ্জাবকে৷ অন্যদিকে সুপার ওভারে মুম্বইকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ পঞ্জাবের সবথেকে বড় শক্তি কে  এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি৷ আগের ম্যাচেই শতরান পেয়েছেন অধিনায়ক রাহুল৷ বোলিংয়ে মহম্মদ শামির মতো অভিজ্ঞ বোলার থাকলেও আগের ম্যাচে বড় রান করে হারতে হয়েছে পঞ্জাবকে৷ ফলে এ দিন লেগ স্পিনার মুরুগান অশ্বিনের বদলে দলে নেওয়া হয়েছে আর অফ স্পিনার কৃষ্ণাপ্পা গৌতমকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অন্যদিকে মুম্বইয়ের হয়েও ভাল ছন্দে রয়েছেন রোহিত শর্মা, ঈষাণ কিষান, কায়রন পোলার্ডরা৷ বোলিংয়ে তাঁদের শক্তি ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরাহ, রাহুল চহাররা৷ এই ম্যাচেও দল অপরিবর্তিতই রেখেছে মুম্বই৷ এ দিনের ম্যাচে আর ২ রান করলেই আইপিএল-এ পাঁচ রান করার নজির গড়বেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
MI vs KXIP: মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিল পঞ্জাব, জয়ে ফিরতে মরিয়া দু' দলই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল