আবুধাবিতে এ দিনের পিচে ব্যাটিং করা কিছুটা হলেও কঠিন৷ তাই বুমরাহ- বোল্টদের সামলে রান তাড়া করাটা কে এল রাহুল- ময়াঙ্ক আগরওয়ালদের কাজটা একেবারেই সহজ হবে না৷
এ দিন টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল৷ শুরু থেকেই মুম্বইকে চাপে রাখেন কোর্টরিল- শামিরা৷ প্রথম ওভারে দুরন্ত ডেলিভারিতে কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন কোর্টরিল৷ রান আউট হয়ে দ্রুত ফিরতে হয় সূর্যকুমার যাদবকেও৷ কিন্তু ঈষাণ কিষানকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ায় মন দেন অধিনায়ক রোহিত৷ ৩১ বলে ২৮ রান করে ঈষাণ কিসান ফিরে গেলেও বড় রানের দিকে এগোতে থাকেন রোহিত৷ ধীরে ধীরে রানের গতিও বাড়াচ্ছিলেন তিনি৷ কিন্তু ব্যক্তিগত ৭০ রানের মাথায় মহম্মদ শামির বলে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচে তাঁকে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল৷ বাউন্ডারি লাইনের একেবারে কাছে ক্যাচ ধরে শরীরের ভারসাম্য রেখেই বল সতীর্থ ফিল্ডারের দিকে বল ছুড়ে দেন তিনি৷ ক্যাচ সম্পূর্ণ করেন জিমি নিশাম৷ নাহলে হয়তো আরও বড় রান করতে পারত মুম্বই৷ এ দিনই আইপিএল-এ নিজের পাঁচ হাজার রান পূর্ণ করেন রোহিত৷
advertisement