আজ কলকাতাকে জিততেই হবে। রাজস্থানের বিরুদ্ধে হারলে চাপ অনেকটাই বেড়ে যাবে ইয়ন মরগ্যানের দলের। কারণ সেক্ষেত্রে আবার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে নাইটদের। তাই আজকের দিনটা কেকেআর-এর কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। এমন ম্যাচের আগে যে কোনও শিবিরেই চাপা টেনশন থাকে। কেকেআর-এ সেটা থাকলেও কেউ বুঝতে দিচ্ছেন না। উল্টে সাকিব আল হাসান, হরভজন সিং, নীতিশ রানারা গানে মেতেছেন। বড় ম্যাচের আগে নিজেদের যতটা সম্ভব টেনশনমুক্ত রাখা যায় আর কী!
advertisement
আরও পড়ুন- IPL: চতুর্থ স্থানের লড়াইয়ে কেকেআর ও মুম্বই, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?
ইউফোরিয়ার পলাশ সেনের সঙ্গে ‘একলা চল রে’গান গাইলেন সাকিবরা। তিনি ওপার বাংলার মানুষ। বাংলা ও কলকাতার সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। সাকিব এদিন সেটা জানিয়েও দিলেন। কলকাতাকে তিনি সেকেন্ড হোম মনে করেন। এমনটাই জানালেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার। যদিও এবার আইপিএলে একটি ম্যাচও কলকাতায় খেলার সুযোগ হয়নি সাকিবদের। কেকেআ স্পিনার জানালেন, তিনি কলকাতাকে মিস করছেন। কারণ কলকাতায় খেললে তাঁর মনে হয়, তিনি যেন ঘরের মাঠেই খেলছেন।
উল্লেখ্য, কেকেআর এখন ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের চারে রয়েছে। পাঁচ নম্বরে থেকে কেকেআরের ঘারে নিঃশ্বাস ফেলছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মধ্যে এখন প্লে-অফে ওঠার লড়াই। আজ রাজস্থানের বিরুদ্ধে কলকাতা বড় ব্যবধানে জিতলে পৌঁছে যাবে প্লে অফে। হারলে চাপ বাড়বে। সেক্ষেত্রে মুম্বই যদি পরের ম্য়াচে বড় ব্যবধানে জেতে তা হলে তারা পৌঁছে যেতে পারে প্লে অফে। কলকাতা ও মুম্বইয়ের পয়েন্ট এখন সমান। তবে কেকেআর কিছুটা এগিয়ে রয়েছে রান রেটের হিসেবে।