TRENDING:

IPL Auction 2021: এবার আইপিএল-এ মাঠেও নামবেন শাহরুখ খান, দাম উঠল 'মাত্র' ৫ কোটি

Last Updated:

শাহরুখের টি টোয়েন্টি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ২৯৩ রান করেছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: এতদিন আইপিএল-এ দল ছিল শাহরুখ খানের৷ এবারের আইপিএল অবশ্য ব্যাট হাতে মাঠেও নামতে পারেন এক শাহরুখ খান৷ তিনি তামিলনাড়ুর ডানহাতি তরুণ ব্যাটসম্যান৷ মাঝে মধ্যে স্পিন বোলিংও করতে পারেন শাহরুখ৷ তবে শুধু নামের জন্য নয়, যে দামে তিনি বিক্রি হলেন,তাতেও চমকে দিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার৷ ২৫ বছর বয়সি এই ক্রিকেটারকে ৫.২৫ কোটি টাকায় কিনে নিল পঞ্জাব কিংস৷
advertisement

এ দিন আইপিএল-এর নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শাহরুখ অবশ্যই বড় চমক৷ কারণ তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা৷ ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও যে আহামরি কিছু, এমন নয়৷ তবে এ বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর খেলা নজর কেড়েছিল৷ সম্ভবত সেই কারণেই তাঁকে নিয়ে এ দিন আগ্রহ ছিল আইপিএল-এর কয়েকটি দলের মধ্যে৷ শাহরুখকে দলে নিতে পঞ্জাবের সঙ্গে লড়াইয়ে ছিল বিরাটের ব্যাঙ্গালোর৷ শেষ পর্যন্ত ৫ কোটি টাকারও বেশি দামে তাঁকে কিনে নেয় প্রীতি জিন্টার দল৷

advertisement

২০২১ সালের আইপিএল নিলামে সব নজরই কেড়ে নিয়েছেন তিন বিদেশি গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস এবং জাই রিচার্ডসন৷ ১৬.২৫ কোটি টাকায় মরিসকে কিনেছে রাজস্থান৷ আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন মরিস৷ পাশাপাশি ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকায় কিনেছে ব্যাঙ্গালোর, রিচার্ডসনকে দলে নিতে ১৪ কোটি টাকা খরচ করেছে পঞ্জাব৷ সেদিক দিক দিয়ে দেখতে গেলে অপ্রত্যাশিত ভাবে ৫ কোটি টাকার উপরে দর ওঠায় চর্চায় অনামী শাহরুখ খান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শাহরুখের টি টোয়েন্টি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ২৯৩ রান করেছেন তিনি৷ স্ট্রাইক রেট ১৩১.৪০, সর্বোচ্চ অপরাজিত ৪০৷ যে দামে তাঁকে প্রীতি জিন্টার দল কিনেছে, তাতে প্রথম এগারোয় তাঁকে সুযোগ দেওয়া হবে এমনটাই প্রত্যাশিত৷ মনে করা হচ্ছে, নীচের দিকে নেমে ঠান্ডা মাথায় ম্য়াচ শেষ করার ক্ষমতার জন্য়ই শাহরুখকে নিতে আগ্রহী ছিল পঞ্জাব এবং ব্যাঙ্গালোর৷ নিলামের মতো মাঠে নেমেও শাহরুখ চমকে দিতে পারেন কি না, সেটাই এখন দেখার৷ পঞ্জাবকে শাহরুখ যদি সাফল্য এনে দিতে পারেন, তাহলে ক্রিকেট মাঠেও হিট হবে প্রীতি- শাহরুখ জুটি৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: এবার আইপিএল-এ মাঠেও নামবেন শাহরুখ খান, দাম উঠল 'মাত্র' ৫ কোটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল