Sportstar -র খবর অনুযায়ি প্রথমে এই ধরণের কোনও সিদ্ধান্ত নিতে হলে যখন মাঠের আম্পায়র তৃতীয় আম্পায়ারের কাছে কোনও সিদ্ধান্তের জন্য যেতেন তখন তাঁকে সফট সিগন্যালের অধীনে নিজের নির্ণয় দিতে হত৷ অর্থাৎ সেই ক্রিকেটারকে আউট বা নটআউট দিতে হত৷ এর জন্য মাঠে উপস্থিত আম্পায়রের সিদ্ধান্ত বদলাতে হলে তাঁকে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হত৷ আর তা না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকত৷ কিন্তু আইপিএলের এবারের মরশুমে এই সিদ্ধান্ত মানা হবে না ৷ সফট সিগন্যালের অস্তিত্বই থাকবে না৷ তৃতীয় আম্পায়র রিপ্লে দেখে নিজেই এই সিদ্ধান্ত নিতে পারবে৷
advertisement
ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দরের আউট নিয়ে সফট সিগন্যাল ওপর প্রশ্ন চিহ্ন লাগে৷ অধিনায়ক বিরাট কোহলি এই নিয়ে নিজের অখুশি ভাব লুকিয়ে রাখেননি৷ নিয়ম যাঁরা বানিয়েছেন তাঁদের এই বিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন৷ এছাড়া আম্পায়ার্স কল নিয়েও বিতর্ক জারি রয়েছে৷ শুক্রবার আইসিসি-র বোর্ড বৈঠকে বিসিসিআই সচিব জয় শাহ এবং অন্য সদস্যরা বলে সফট সিগন্যাল বদলানো জরুরি৷
ম্যাচের মধ্যে শর্ট রান নিয়ে মাঠে উপস্থিত আম্পায়রই সিদ্ধান্ত নেন৷ কিন্তু যদি তৃতীয় আম্পায়রের মনে হয় সিদ্ধান্ত ভুল হয়েছে তাহলে এখন থেকে তিনি সিদ্ধান্ত বদলাতে পারবেন৷ এছাড়া তৃতীয় আম্পায়র যদি দেখেন নো বলের সিদ্ধান্ত ভুল রয়েছে তাহলে সেটা বদলানোর অধিকারও রিপ্লে দেখে তাঁর থাকবে৷
এছাড়াও ২০ ওভারের খেলা আগে ৯০ মিনিটের আগে শেষ করতে হত৷ এখন থেকে সেটা ৯০ মিনিটে শেষ করতে হবে৷ কখনও কখনও ম্যাচ ৪ ঘণ্টার বেশি সময় ধরে চলে৷ দল ২০ ওভার বল করতে বেশি সময় নিত৷ তাহলে তাঁদের ওপর জরিমানা ধার্য করা হবে৷ .