TRENDING:

KKR Shakib Dropped : নাইটদের প্রথম দলে ঢোকা কঠিন হয়ে পড়ল সাকিবের

Last Updated:

Shakib Al Hasan finds it difficult to secure his place in KKR .নাইটদের প্রথম দলে ঢোকা কঠিন হয়ে পড়ল সাকিব আল হাসানের। একমাত্র নারিন বা অন্য কোন বিদেশি চোট না পেলে বাংলাদেশ তারকার জায়গা পাওয়া অনিশ্চিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: অনেকটা উলটে দেখুন, পাল্টে গেছির মত ঘটনা। একটা মানসিকভাবে পিছিয়ে থাকা দল, যাঁদের নিয়ে আইপিএলে শেষ চারে যাওয়ার স্বপ্ন দেখেননি কেউ, সেই দলটা দ্বিতীয় পর্যায় যেভাবে শুরু করেছে, তাতে অবাক ক্রিকেট ভক্তরা। টাইম মেশিনে যেন ২০১৪ সাল ফিরে আসছে। সেবার টানা নয়টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুবাই পর্ব শুরু হতেই অন্যরকম এক কলকাতা নাইট রাইডার্সের দেখা মিলেছে।
শাহরুখের দলে জায়গা পাওয়ায় অনিশ্চিত শাকিবের
শাহরুখের দলে জায়গা পাওয়ায় অনিশ্চিত শাকিবের
advertisement

প্রথম পর্বে যারা সাত ম্যাচে মাত্র দুটি ম্যাচে জিতেছিল তারাই দ্বিতীয় পর্বে নিজেদের খেলা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। প্রথম ম্যাচে বিরাট কোহলির বেঙ্গালুরুকে হারানোর পর বৃহস্পতিবার রাতে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। মুম্বইয়ের দেওয়া ১৫৬ রানের টার্গেট ২৯ বল বাকি থাকতেই টপকে যায় কলকাতা। তিনে নামা রাহুল ত্রিপাঠি ৪২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার ভেঙ্কটেশ আইয়ার করেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।

advertisement

৪ ওভারে ২০ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে এই ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ফলে দলের বাইরে থাকা শাকিব আল হাসানের একাদশে ঢোকাটাও কঠিন হয়ে পড়ল। মূলত শাকিবের জায়গাতেই একাদশে সুযোগ পান নারিন। আইপিএলে কোনো দলের একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলতে পারেন। সুনীল নারিন ভাল করায় আগামী কয়েক ম্যাচ কলকাতার একাদশে তার জায়গা নিশ্চিতই বলা যায়। অধিনায়ক ইয়ন মর্গ্যান তো খেলবেনই।

advertisement

আরও পড়ুন -Venkatesh Iyer on Sourav Ganguly : সৌরভকে আইডল মানেন নাইটদের নতুন নায়ক

এছাড়া ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেলকে কোনো দলই বসাতে চাইবে না। দলের আরেক বিদেশি হলেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, তিনিও দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন ২টি উইকেট। প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন নারিন। এছাড়া জিততে থাকা কোনো দলের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার নজিরও ক্রিকেটে খুব কম। তাই কলকাতার একাদশে শাকিবের ঢোকাটা কঠিনই হয়ে পড়ল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

একমাত্র নারিন বা অন্য কোন বিদেশি চোট না পেলে বাংলাদেশ তারকার জায়গা পাওয়া অনিশ্চিত। তাছাড়া হাতে মাত্র ছয়টি ম্যাচ। পরীক্ষা-নিরীক্ষার জায়গা তাই খুব কম। শাকিব জানিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল অভিজ্ঞতা তাঁকে সাহায্য করবে। সেটা হয়তো দলের সঙ্গে থাকা, অনুশীলন করা কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু ম্যাচ না খেললে, বিশ্বকাপের প্রস্তুতি সেভাবে হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
KKR Shakib Dropped : নাইটদের প্রথম দলে ঢোকা কঠিন হয়ে পড়ল সাকিবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল