আরও পড়ুন- KKR vs RCB: আজ বিরাটের আরসিবির বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ কী ? দেখে নিন
এই খবর নাইট শিবিরের কাছে মোটেই ভালো খবর নয় ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরাবরই খুব খারাপ রেকর্ড শাহরুখ খানের দলের ৷ তাই সিএসকে-র বিরুদ্ধে রবিবার মুম্বই হারলেও নাইটদের স্বস্তির কোনও কারণ নেই ৷ কারণ এই ম্যাচে খেলানো হয়নি রোহিত, হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) মতো মুম্বই ইন্ডিয়ান্স দলের সেরা অস্ত্রদের ৷ জয়বর্ধনের কথার পর ধরে নেওয়াই যায়, নাইটদের বিরুদ্ধে ম্যাচেই নেমে পড়বেন রোহিতরা ৷
advertisement
রবিবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত সম্পর্কে জয়বর্ধনে বলেন, ‘‘ও সবে ইংল্যান্ড থেকে এসেছে। তাই আমাদের মনে হয়েছে, ওকে কয়েকটা দিন বিশ্রাম দেওয়া উচিত। ও ব্যাটিং অনুশীলন করছে, দৌড়চ্ছেও। ফলে আমাদের পরের ম্যাচে ও খেলবে।’’
আগামী বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের চোট নিয়েও জয়বর্ধনে বলেন, চিন্তার কোনও কারণ নেই ৷ মুম্বই কোচের মতে, হার্দিকের চোট থাকলেও গুরুতর কিছু নয় ৷ হার্দিক অনুশীলন করছে ৷ রোহিতের মতো হার্দিককেও তাই প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷