চলতি আইপিএলে মাত্র ২টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। ফলে তাদের কাছে আজকের ম্যাচের তেমন গুরুত্ব নেই। তবে আরসিবির যাত্রাভঙ্গ করতে অবশ্যই চাইবে হায়দরাবাদ। ফলে এই ম্যাচে তাদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই। এবার দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাস। আইপিএলে এখনও পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে ১০টি ম্যাচ জিতেছে হায়দরাবাদ। আটটি জিতেছে আরসিবি। একটি ম্যাচ অমিমাংসিত।
advertisement
আরও পড়ুন- Rohit Sharma on Ishan : ঈশান রানে ফেরায় স্বস্তি রোহিত এবং টিম ইন্ডিয়ার
চলতি মরশুমে আইপিএলের প্রথম পর্বে অবশ্য হায়দরাবাদকে হারিয়েছিল আরসিবি। সেই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল হাফ সেঞ্চুরি করেছিলেন। গোটা মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে ম্যাক্সি। তাঁর ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল। অধিনায়ক কোহলি তাঁকে ফোন করে আরসিবিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন। কোহলির ভরসার দাম চুকিয়ে দিয়েছেন অজি অলরাউন্ডার। তাই আজও তাঁকে আটকানোই সব থেকে বড় চ্যালেঞ্জ হবে হায়দরাবাদের বোলারদের জন্য। তবে আরসিবির ব্যাটারদের চিন্তা বাড়াতে পারেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক। হায়দরাবাদ তাঁকে শেষবেলায় প্রথম একাদশে জায়গা দিয়েছে। আর শুরু থেকেু দুর্দান্ত পারফর্ম করছে এই তরুণ পেসার। তবে আরসিবির বোলিং লাইন এবার তুলনামূলক ভাল পারফর্ম করছে। বিশেষ করে হার্ষাল প্যাটেলের কথা আলাদা করে বলতে হয়। লাগাতার ভাল পারফর্ম করছেন তিনি।