আরও পড়ুন - MI vs SRH Result : জিতেও সফর শেষ রোহিতের মুম্বইয়ের, প্লে-অফে কেকেআর
তবে বিরাট মনে করেন প্লে-অফে বিপক্ষ দল দ্বিতীয় সুযোগ দেবে না। তাই নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করা প্রয়োজন। এদিন টসে জিতে দুবাইয়ের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর। শুরুটা দারুণ করে দিল্লি। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ জুটি ৮৮ রান তুলে দেয়। ৪৩ রান করে আউট হন ধাওয়ান। এর পরে পৃথ্বী ৪৮ রানে ফিরে যান। তবে ততক্ষণে দিল্লি শুরুটা ভাল করেছে।
advertisement
যদিও শেষ নয় ওভারে ম্যাচে ফিরে আসে ব্যাঙ্গালোর। দিল্লির মিডল অর্ডারে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার রান তুলতে ব্যর্থ হযন। শেষ অবধি নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোরের শুরুটাও খুব খারাপ হয়। মাত্র দলগত ছয় রানের মাথায় পরপর ফিরে যান দেবদত্ত পাড়িক্কল এবং অধিনায়ক বিরাট কোহলি। তবে তৃতীয় উইকেটে এস ভারত এবং এবি ডিভিলিয়ার্স খেলা ধরে নেন। ডি ভিলিয়ার্স ২৬ রানে ফিরে গেলেও ৭৮ রানে অপরাজিত থেকে যান ভারত।
গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ বলে দরকার ছিল পাঁচ রান। ভারত ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন। অন্যদিকে ম্যাক্সওয়েল ৫১ রানে অপরাজিত থাকেন। এদিনের ম্যাচের পর গ্রুপ লিগের সবকটি ম্যাচ সম্পন্ন হল। দিল্লি ২০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। চেন্নাই সুপার কিংস ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। একই পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে বিরাট কোহলির ব্যাঙ্গালোর তৃতীয় স্থানে শেষ করল। এবং মাত্র ১৪ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স শেষ করল চতুর্থ স্থানে।
আগামী সোমবার এলিমিনেটর ম্যাচে কলকাতার চ্যালেঞ্জ সামলাতে হবে লাল জার্সিধারীদের। এবার আরবে দ্বিতীয় পর্বের শুরুতে বিরাট কোহলির দলকে দাঁড় করিয়ে হারিয়েছিল কেকেআর। মাত্র ৯২ রানে শেষ হয়ে গিয়েছিল আরসিবি ইনিংস। নয় উইকেটে জিতেছিল কেকেআর। কিন্তু তারপর থেকে ক্রমশ উন্নতি করেছে আরসিবি। ছিটকে যাওয়ার ম্যাচে তাই কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে প্রতিশোধ ম্যাচ বিরাট কোহলির দলের।