প্রথম লেগে মুম্বই জিতেছিল ১০ রানে। তবে এবার দ্বিতীয় পর্বে শাহরুখ খানের দলের সামনে সুযোগ আছে এই পরিসংখ্যান একটু বদল করার। অন্তত দ্বিতীয় পর্যায়ের আইপিএলে যেভাবে শুরু করেছে দুটো দল, তাতে নাইট রাইডার্স ৯ উইকেটে পরাজিত করেছে বিরাট কোহলির আরসিবি- কে। আর অন্যদিকে মুম্বই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে। অবশ্য ওই ম্যাচে না খেলা রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া নাইটদের বিরুদ্ধে দলে ফিরবে কিনা এখনো স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন - ATK MB 6 goals : বাগানের লজ্জার হারে হাবাসকেই দায়ী করছেন প্রাক্তনরা
খেলার সম্ভাবনা কিছুটা হলেও বেশি। কারণ প্লে-অফ নিশ্চিত করতে গেলে মুম্বইকে আর ম্যাচ হারলে চলবে না। এছাড়াও পোলার্ড, সূর্যকুমার, ঈশান কিষান, বুমরাহ, ট্রেন্ট বোল্টের মত ম্যাচ উইনিং ক্রিকেটার রয়েছে দলটার। সেখানে দলের গভীরতার বিচারে নাইট রাইডার্স দলের থেকে অনেক এগিয়ে মুম্বই। কিন্তু শাহরুখ খানের দলের কাছে সহজ হিসাব। হাতে থাকা বাকি ছয়টা ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা। তাঁদের আর কিছু হারানোর নেই। এটাই সুবিধা মনে করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
বিশেষ করে নতুন ওপেনার ভেঙ্কটেশ আইয়ার যেভাবে ব্যাট করেছেন, তাতে নাইটদের ওপেনিং সমস্যা সমাধান হতে পারে। কোচ ব্রেন্ডন ম্যাককালাম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন আক্রমণাত্মক ক্রিকেট খেলার। প্রতিপক্ষের নাম যাই হোক, এই পর্বে যেন দেখে মনে হয় সমর্থকদের গর্বিত করার জন্য খেলছেন গিল, কার্তিক, ফার্গুসন, নীতিশ রানারা।
অতীতে ২০১৪ সালে খারাপ শুরু করার পর টানা আট ম্যাচ জিতে ইতিহাস তৈরি করেছিল কেকেআর। সদিচ্ছা এবং সাহস থাকলে সেই দিন আবার ফিরে আসতে পারে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় এমন বার্তা দিয়েছেন দলের মালিক শাহরুখ খান। ফলের কথা না ভেবে মাঠে নিজেদের উজাড় করে দিতে ডাক দিয়েছেন তিনি। তাই পরিসংখ্যান কলকাতার পক্ষে না থাকলেও, এই ম্যাচটায় যে কেকেআর পরিসংখ্যান বদলাতে মরিয়া থাকবে সেটা বলাই বাহুল্য।
বরুণ চক্রবর্তী যেভাবে বল করেছেন বেঙ্গালুরুর বিপক্ষে, তাতে দেখে মনে হচ্ছে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় নাইট বোলিং লাইন আপের প্রধান ভরসা হতে চলেছেন তিনি। সঙ্গে আন্দ্রে রাসেল ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে তিন উইকেট দখল করেছিলেন।