এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু তার টপ অর্ডার ব্যাটসম্যানরা অর্থাৎ ফ্যাফ ডু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু তিন জনেই তিনটি করে মাত্র বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷
আরও পড়ুন - Narendra Modi-র ‘One nation one card’ প্রকল্পে নয়া চমক, Ration Card সমস্যা চুটকিতে মিটবে
advertisement
মহেন্দ্র সিং ধোনি দুবাইতে প্রথম ম্যাচে ফ্লপ৷ তিনি ফ্লপ আইপিএলের অন্যতম সেরা পরিগণিত সুরেশ রায়না৷ ধোনি করেন ৫ বলে ৩ রান, আর রায়না করেন ৬ বলে ৪ রান৷
আরও পড়ুন - বাঙালি Parambrata না বলিউড স্টার Ranbir Kapoor দাদা-র বায়োপিক নিয়ে সরগরম!
একদিকে রুতুরাজ ইনিংস ধরে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তাঁর উল্টোদিকে কিছুক্ষণ থেকে ইনিংসকে কিছুটা স্থিতিশীলতা দেন রবীন্দ্র জাদেজা৷ ৩৩ বলে ২৬ করেন তিনি৷ কিন্তু এরপর আবার ডয়েন ব্র্যাভো ৮ বলে ২৩ রান করেন৷ অন্যদিকে রুতুরাজ এই দুই পার্টনারের সঙ্গে নিজের স্বচ্ছন্দ ইনিংস জারি রাখেন৷ তিনি ৫৮ বলে ৮৮ রান করেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷
এদিকে এদিনের ইনিংসে সাবলীল ভাবে জসপ্রীত বুমরাহ ও অন্য বোলারদের বিরুদ্ধে নিজের সহজাত ইনিংস বজায় রাখেন৷ এদিনের ম্যাচে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেননি৷ ওভাল টেস্টের সময়ের চোটের কারণে এই ম্যাচে খেলেননি তিনি৷ এদিনের ম্যাচে কাইরন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করেন৷