ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (CPL 2021) সময় ডু প্লেসি (Faf Du Plessi) কোমরে চোট পেয়েছিলেন৷ এর ফলে সেমিফাইনাল সহ নিজের দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি৷ কিন্তু তিনি এখন পুরো ফিট হয়ে যাওয়ার পথে ৷ প্রোটিয়া এই ক্রিকেটার সিপিএলে দারুণ ফর্মে ছিলেন৷ তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিন নম্বরে ছিলেন৷ কিন্তু চোটের কারণে সেন্ট লুসিয়া কিংসের হয়ে শেষ ২ টি ম্যাচ খেলতে পারেননি৷
advertisement
আরও পড়ুন - Weather Alert: শুক্রবার থেকে ফের নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, ভারী বৃষ্টির সতর্কতা জারি IMD-র
সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে মেডিক্যাল টিমের পরীক্ষা
আরও পড়ুন - গল্প নয় সত্যি, ৩০ টি ওয়াইড দিয়ে নিজেরা আউট ২৮ রানে, ২০০ রানে ম্যাচ জিতল প্রতিপক্ষ
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ি ডু প্লেসি (Faf Du Plessi) সিএসকে (CSK) ম্যানেজমেন্টকে খবর দিয়েছেন এক সপ্তাহের বিশ্রাম তাঁর চোট সারিয়ে তুলতে সাহায্য করবে৷ তাড়াতাড়ি ফিট হয়ে ওঠার জন্য তিনি সবরকমের সাবধানতা অবলম্বন করছেন৷ যাতে আইপিএল ২০২১ (IPL 2021) এর দ্বিতীয় পর্বে সব ম্যাচ খেলতে পারেন৷
সূত্রের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ি ডু প্লেসি (Faf Du Plessi) ইউএই পৌঁছনোর পর সিএসকে মেডিক্যাল দল তাঁর পরীক্ষা করবে৷ সূত্র আরও জানিয়েছে তাঁদের মেডিক্যাল দল ও ফিজিও পরীক্ষা না করা অবধি দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটারকে নিয়ে তাঁর কোনও পাকাপাকি সিদ্ধান্তে আসতে পারছেন না৷ তাই এই নিয়ে অগ্রিম কোনও মন্তব্য তাঁরা করতে চান না৷ ডুপ্লেসি ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা ইমরান তাহির ও ডয়েন ব্র্যাভো বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবে৷