দুই দলেই শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশি চলছে হিসেবনিকেশও৷ শিখর ধাওয়ান , রাবাদা, শ্রেয়স, পৃথ্বী সকলেই হতে পারেন দিল্লির গেমচেঞ্জার৷
advertisement
অন্যদিকে মুম্বইয়ের ক্ষেত্রে বড় ভরসা অধিনায়ক রোহিতের ফাইনাল ভাগ্য৷ পাশাপাশি পোলার্ড, হার্দিক পান্ডিয়া, বুমরাহরা নিজেদের দিনে প্রতিপক্ষকে ধুয়ে দিতে পারেন প্রমাণ হয়েছে একাধিকবার৷
এর আগে মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, ধওয়াল কুলকার্নি ও আদিত্য তারে নিজেদের খুদে কন্যাদের সঙ্গে খেলায় ব্যস্ত৷ তারপরেই হল জবরদস্ত কেক কাটা! আইপিএলের মেগা ফাইনালের আগে এই পরিবার তত্ত্বটাই এবারের মুম্বইয়ের মূল অস্ত্র৷ হাড্ডাহাড্ডি বাইশ গজে স্কিলের লড়াই, স্ট্র্যাটেজির টক্কর তো হবেই , তবে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ন্সের বাড়তি ইউএসপি হতে চলেছে এই পারিবারিক কোয়ালিটি টাইমটাই৷
রোহিতের কোলে রয়েছে তাঁর মেয়ে সামাইরা, আদিত্য তারের কোলে তাঁর মেয়ে রাব্বানিস ও ধাওয়াল কুলকার্নির কোলে তাঁর মেয়ে নিতারা৷ ়যেখানে ম্যাচের একদিন আগে মাঠ থেকে গরমাগরম অনুশীলনের ছবিতে ভরে যাওয়ার কথা সেখানে এই ছবিটা নিঃসন্দেহে মুম্বই ফ্যানদের চমকে যাচ্ছেন৷
১১ নভেম্বর আইপিএলের মেগা ফাইনাল৷ মুম্বই দুবাইতে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নামবে৷ শ্রেয়সরা রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট বুক করেছে৷
আরও পড়ুন - বাবা হতে চলার আনন্দে বিরাটের ছুটি! ব্যাঁকা কথা শুনতে হল ভারত অধিনায়ককে
মুম্বইয়ের এটা ষষ্ঠ আইপিএল ফাইনাল
-----------------------------------------------
চারবার আইপিএল খেতাব জিতেছে মুম্বই, ২০১৯ আইপিএলেরও বিজয়ী তারাই
মুম্বই ২০১৩, ২০১৫, ২০১৯, ও ২০১৯ এ আইপিএল খেতাব জিতেছে
একমাত্র ২০১০ এ তারা আইপিএল ফাইনালে গেলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল
একনজরে দেখে নিন দুই ফাইনালিস্ট দলের পুরো স্কোয়াড
----------------------------------------------------------------------
Delhi Capitals (DC): Rishabh Pant, Shimron hetmyer, Ravichandran Ashwin, Shreyas Iyer, Ajinkya Rahane, Shikhar Dhawan, Axar Patel, Marcus Stoinis, Kagiso Rabada, Amit Mishra, Alex Carey, Jason Roy, Chris Woakes, Prithvi Shaw, Ishant Sharma, Avesh khan, Keemo Paul, Mohit Sharma, Harshal Patel, Sandeep Lamichhane, Tushar Deshpande, Lalit Yadav
Mumbai Indians( MI): Rohit Sharma (C), Aditya Tare, Anmolpreet Singh, Anukul Roy, Chris Lynn, Dhawal Kulkarni, Digvijay Deshmukh, Hardik Pandya, Ishan Kishan, James Pattison, Jasprit Bumrah, Jayant Yadav, Kieron Pollard, Krunal Pandya, Mitchell McClenaghan, Mohsin Khan, Nathan Coulter-Nile, Prince Balwant Rai, Quinton De Kock, Rahul Chahar, Saurabh Tiwary, Sherfane Rutherford, Suryakumar Yadav, Trent Boult.