বাবা হতে চলার আনন্দে বিরাটের ছুটি! ব্যাঁকা কথা শুনতে হল ভারত অধিনায়ককে

Last Updated:
প্রেগন্যান্ট স্ত্রী, ভাবী সন্তান গুরুত্বপূর্ণ না জাতীয়দলের বিদেশ সফর, নেটিজেনদের তির্যকে মন্তব্যে বিদ্ধ বিরাট!
1/6
অগাস্ট মাসে সুখবরটা দিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ জানুয়ারি তাঁরা ২ থেকে ৩ হতে চলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন বার্তা৷ বরবারই এই দুই তারকা এক অপরের সমর্থণে গলা ফাটান৷ এই প্রেগন্যান্ট অবস্থাতাতেও বিরাটের আরসিবি ম্যাচে গ্যালারিতে থাকতেন অনুষ্কা৷ Photo Courtesy- Instagram
অগাস্ট মাসে সুখবরটা দিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ জানুয়ারি তাঁরা ২ থেকে ৩ হতে চলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন বার্তা৷ বরবারই এই দুই তারকা এক অপরের সমর্থণে গলা ফাটান৷ এই প্রেগন্যান্ট অবস্থাতাতেও বিরাটের আরসিবি ম্যাচে গ্যালারিতে থাকতেন অনুষ্কা৷ Photo Courtesy- Instagram
advertisement
2/6
সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বিরাট ৷ যার জেরে অস্ট্রেলিয়ার মাটিতে শুধু প্রথম টেস্টে খেলেই দেশে ফিরে আসবেন কিং কোহলি৷ যেহেতু জানুয়ারিতে সন্তানসম্ভবা অনুষ্কা তাঁদের সন্তানের জন্ম দেবেন তাই সেই চ্যালেঞ্জিং অথচ দারুণ আনন্দের সময়ে স্ত্রী -র পাশে থাকতে চান বিরাট৷ তাই তিনি পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন বোর্ডের কাছে৷ আর বোর্ডও তাঁদের অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁর ছুটি মঞ্জুর করেছে৷Photo Courtesy- Instagram
সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বিরাট ৷ যার জেরে অস্ট্রেলিয়ার মাটিতে শুধু প্রথম টেস্টে খেলেই দেশে ফিরে আসবেন কিং কোহলি৷ যেহেতু জানুয়ারিতে সন্তানসম্ভবা অনুষ্কা তাঁদের সন্তানের জন্ম দেবেন তাই সেই চ্যালেঞ্জিং অথচ দারুণ আনন্দের সময়ে স্ত্রী -র পাশে থাকতে চান বিরাট৷ তাই তিনি পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন বোর্ডের কাছে৷ আর বোর্ডও তাঁদের অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁর ছুটি মঞ্জুর করেছে৷Photo Courtesy- Instagram
advertisement
3/6
এই অবস্থায় নেটিজেনরাও নিজেদের নানা রকম মন্তব্য নিয়ে চলে এসেছেন৷ ঘুরিয়ে কোথাও বিরাটের সিদ্ধান্তকে বিঁধলেন ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকর হর্ষ ভোগলে৷ তিনি নিজের ট্যুইটে লিখেছেন , Well, well...this is huge news. Kohli to return after the 1st test in Australia to be there for the birth of his child. For the modern player, there is more to life than just his profession. But for the Indian team, the tour just got tougher. অর্থাৎ ‘আচ্ছা, আচ্ছা এটা একটা বিশাল খবর৷ নিজের সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টের পর ফিরে আসবেন বিরাট৷ আধুনিক প্রজন্মের খেলোয়াড়দের কাছে পেশার থেকে বড় অনেক কিছু আছে৷ কিন্তু ভারতীয় দলের জন্য বিষয়টা আরও কঠিন হয়ে গেল৷ ’Photo Courtesy- Twitter
এই অবস্থায় নেটিজেনরাও নিজেদের নানা রকম মন্তব্য নিয়ে চলে এসেছেন৷ ঘুরিয়ে কোথাও বিরাটের সিদ্ধান্তকে বিঁধলেন ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকর হর্ষ ভোগলে৷ তিনি নিজের ট্যুইটে লিখেছেন , Well, well...this is huge news. Kohli to return after the 1st test in Australia to be there for the birth of his child. For the modern player, there is more to life than just his profession. But for the Indian team, the tour just got tougher. অর্থাৎ ‘আচ্ছা, আচ্ছা এটা একটা বিশাল খবর৷ নিজের সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টের পর ফিরে আসবেন বিরাট৷ আধুনিক প্রজন্মের খেলোয়াড়দের কাছে পেশার থেকে বড় অনেক কিছু আছে৷ কিন্তু ভারতীয় দলের জন্য বিষয়টা আরও কঠিন হয়ে গেল৷ ’Photo Courtesy- Twitter
advertisement
4/6
এদিকে নেটিজেনরাও ছাড়েননি৷ তাঁরাও অনেকেই বিরাটকে তির্যক মন্তব্যে বিঁধেছেন৷ তাঁদের সাফ কথা ধোনি সন্তান হওয়ার সময় ছুটি নেননি, বাবার মৃত্যুতে ছুটি নেননি সচিনও৷ তাহলে বিরাট কেন৷Photo Courtesy- Twitter
এদিকে নেটিজেনরাও ছাড়েননি৷ তাঁরাও অনেকেই বিরাটকে তির্যক মন্তব্যে বিঁধেছেন৷ তাঁদের সাফ কথা ধোনি সন্তান হওয়ার সময় ছুটি নেননি, বাবার মৃত্যুতে ছুটি নেননি সচিনও৷ তাহলে বিরাট কেন৷Photo Courtesy- Twitter
advertisement
5/6
Photo Courtesy- Twitter
Photo Courtesy- Twitter
advertisement
6/6
এদিকে অদ্ভুতভাবে বিরাট -অনুষ্কার ভালোবাসা দেখে যেমন বহু মানুষ অনুপ্রাণিত হন তেমনিই আবার অনেকেই সুযোগ পেলেই তাঁদের ব্যাঁকা কথা শোনান৷ অনুষ্কাকে প্রেগন্যান্সি পিরিয়ডে পাশে থেকে মানসিকভাবে সাহায্য করার জন্য বিরাটের সিদ্ধান্তকেও সেই সমালোচনার মুখেই পড়তে হল৷Photo Courtesy- Instagram
এদিকে অদ্ভুতভাবে বিরাট -অনুষ্কার ভালোবাসা দেখে যেমন বহু মানুষ অনুপ্রাণিত হন তেমনিই আবার অনেকেই সুযোগ পেলেই তাঁদের ব্যাঁকা কথা শোনান৷ অনুষ্কাকে প্রেগন্যান্সি পিরিয়ডে পাশে থেকে মানসিকভাবে সাহায্য করার জন্য বিরাটের সিদ্ধান্তকেও সেই সমালোচনার মুখেই পড়তে হল৷Photo Courtesy- Instagram
advertisement
advertisement
advertisement