advertisement
অশ্বিন আইপিএলের (IPL) মাধ্যমে নিজের নাম প্রতিষ্ঠা শুরু করেন৷ ২০১০ এ ভারতের ওয়ানডে দলের সদস্য হন তিনি৷ নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন৷ আর দুদিন বাদে থেকেই ফের শুরু হবে আইপিএল ২০২১ (IPL 2021)৷ দ্বিতীয় পর্বের আইপিএল খেলার জন্য ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটাল্সের সঙ্গে অনুশীলন সারছেন তিনি৷ জন্মদিনটা তাই সংযুক্ত আরব আমিরশাহিতেই কাটাচ্ছেন তারকা স্পিনার৷
আরও পড়ুন - Bike পার্কিং! পুলিশে তুলে নিয়েছিল গাড়ি, বাইক মনুমেন্ট বানিয়ে Ganesh Chaturthiতে মালিকের ভাইরাল চমক!
একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচের এক বছরের মধ্যেই টেস্ট দলে সুযোগ পান৷ যাতে নিজেকে প্রমাণিত করে প্রথম ম্যাচেই ৯ উইকেট নিয়ে নেন৷ নরেন্দ্র হিরওয়ানির সফলতম টেস্ট অভিষেকের পর রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অভিষেক দ্বিতীয় সফল৷ দিল্লিতে খেলা সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন৷
আরও পড়ুন - Indian Cricket Team-এ হঠাৎ বদলের জোর হাওয়া, Rohit Captain হলে Vice Captain কে ?
অশ্বিনের একটি মজার কাহিনী রয়েছে৷ তিনি নিজেই এক সাক্ষাৎকারে তাঁর জীবনের অজানা কাহিনী বলেছিলেন৷ টেনিস বল ক্রিকেট যখন খেলতেন তখন তাঁকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল৷ শুধু এটুকুই নয় অপহরণকারী তাঁকে আঙুল কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ অপহরণকারীর তাঁকে সেই ম্যাচে খেলতে দেননি৷ ১৪-১৫ বছর বয়স থেকে টেনিস বল টুর্নামেন্ট খেলতেন বন্ধুদের সঙ্গে৷ যাঁরা অপহরণ করেছিলেন তাঁরা তাঁকে ময়দানের কাছের একটি চায়ের দোকানে নিয়ে গিয়েছিলেন৷ অশ্বিনকে ভয় দেখালেও তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি৷
অশ্বিন নিজের কেরিয়ারে ৭৯ টি টেস্ট ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন৷ তিনি ৩০ বার ৫ টি উইকেট নিয়েছেন৷ ৭ বার ১০ উইকেট নিয়েছেন৷ ওয়ানডে তে তিনি ১১১ টি ম্যাচে ১৫০ টি ও টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ৪৬ ম্যাচে ৫২ উইকেট নেন৷ তাঁর নামে টেস্টে ৫ টি শতরান ও ১১ টি অর্ধশতরান করেছেন৷ তাঁকে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দলে বেছে নেওয়া হয়েছে তাঁকে ঘিরে অনেক আশা রয়েছে৷