'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনির মহিলা ভক্তদের সংখ্যাও অনেকটাই বেশি। আর তার জলজ্যান্ত প্রমাণ প্রায়ই দেখা যায়। আইপিএল ২০১৮ -র সময়ও এরকম একটি ব্যাপার ঘটেছিল। একটি মেয়ে মাহির প্রতি খোলাখুলি নিজের মনের কথা বলেছিলেন। সেবারও ধোনির স্ত্রী সাক্ষীর উপস্থিতিতেই IPL ম্যাচের সময় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএসের প্রতি ভালবাসার প্রকাশ করেছিলেন একজন। সাক্ষী সেদিনও স্টেডিয়ামে হাজির ছিলেন। স্ত্রী সামনে থাকা সত্ত্বেও সেদিন ধোনির প্রতি নিজের অনুভূতির কথা জানিয়ে দিয়েছিলেন মাহির মহিলা ভক্ত।
advertisement
আরও পড়ুন- IPL 2021: ব্যাট হাতে হতশ্রী ধোনি, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স
চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ চলছিল। সেই ম্যাচের সময় এক অজ্ঞাতপরিচয় মেয়েকে একটি প্ল্যাকার্ড দেখা গিয়েছিল। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমার ভবিষ্যতের সঙ্গী আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কিন্তু এমএস ধোনি সবসময় আমার প্রথম প্রেম থাকবে। আমি তোমাকে ভালবাসি মাহি।
ধোনি এদিন ম্যাচ এবং হৃদয় দুটোই জিতেছিলেন। এমএস ধোনির এই মহিলা ভক্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে ওঠে। এমনকী আইসিসিও এই 'প্রেমের প্রস্তাব' শেয়ার করে। টুইটারে ভক্তরা এই ছবি নিয়ে অনেক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তো সেই মেয়ের ছবি দেখে নিজের অনুভূতির কথাও জানিয়ে ফেলেছেন। অনেকেই বলেছেন, মনে মনে তাঁরাও ধোনিকে ভালবাসেন এবং শ্রদ্ধা করেন।