কেকেআরের ইনিংসের তৃতীয় ওভারে দীপক চাহারের বলে ওপেনার ভেঙ্কটেশ আইয়ার শট খেলার চেষ্টা করেন। বল ব্যাটে লেগে মিড অন -এর দিকে চলে যায়। ফাফ ডু প্লেসি ডাইভ দেন। কিন্তু বল তার থেকে অনেকটাই দূরে ছিল। তখনই তাঁর হাঁটুতে আঘাত লাগে। এর পরও ফিল্ডিংয়ের সময় ডু প্লেসির হাঁটু থেকে রক্ত ঝড়তে থাকে। ১০ নম্বর ওভারের প্রথম বলে মিড-অনে কেকেআর অধিনায়ক ইয়ন মরগানের একটি দুর্দান্ত ক্যাচ নেন ডু্প্লেসি। মরগ্যান এদিন মাত্র ৮ রান করেন।
advertisement
দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি এবার টি -টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বের দুটি ম্যাচেও তিনি আহামরি পারফর্ম করতে পারেননি। কিন্তু গোটা মরশুমের কথা বললে তিনি ৯ ম্যাচে ৫০ গড়ে ৩৫১ রান করেছেন। তার মধ্যে রয়েছে চারটি অর্ধশতক। অপরাজিত ৯৫ রানের সেরা স্কোর করেছে তাঁর নামের পাশে। তিনি এখন পর্যন্ত ৩১ টি চার ও ১৫ টি ছক্কা হাঁকিয়েছেন। গত মরশুমে সিএসকে ভাল পারফর্ম করতে পারেনি। কিন্তু ফাফ ডু প্লেসি সেবারও ভাল খেলেছিলেন।
আরও পড়ুন- ২ বছরের লম্বা লড়াই শেষ পার্থিব প্যাটেলের, হারালেন নিজের বাবাকে
চেন্নাই সুপার কিংস প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসি, মঈন আলি, আম্বাতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং জোশ হ্যাজেলউড।
কলকাতা নাইট রাইডার্স প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং বরুণ চক্রবর্তী।