ধোনি আউট হওয়ার পর ম্যাচ জেতার প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছিল সিএসকে-র ৷ কিন্তু শেষ আশা জাদেজা তখনও ছিলেন ক্রিজে ৷ সিএসকে ফ্যানদের নিরাশ করেননি তিনি ৷ একার হাতেই ম্যাচ জেতালেন তিনি ৷
শেষ ২ ওভারে ম্যাচ জেতার জন্য ২২ রান দরকার ছিল সিএসকে-র ৷ এরপরেই ব্যাট হাতে ‘ম্যাজিক’ শুরু হল জাদেজার ৷ অতীতে বহু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি ৷ এদিনও ঠিক সময়ে জ্বলে উঠলেন তিনি ৷ মাত্র চার বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি ৷ প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ চেন্নাইয়ে দিকে ঝুঁকি যায় ৷ নারিনের শেষ ওভারে তখনও বেশ কিছু ‘সাসপেন্স’ বাকি থাকলেও ম্যাচে শেষ হাসি হাসে চেন্নাই-ই ৷
আরও পড়ুন- হাঁটু থেকে ঝড়ছে রক্ত, তাই নিয়েই দুর্দান্ত ক্যাচ ধরলেন ডুপ্লেসি, রইল ভিডিও
কার্যত একার হাতে নাইটদের হারালেও জয়ের সব কৃতিত্ব একা নিতে রাজি নয় রবীন্দ্র জাদেজা। বরং দলের বাকি সতীর্থদের প্রশংসা করলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জাদেজা বলেন, “সাফল্য পাওয়াটা বেশ কঠিন ছিল। পাঁচদিনের ক্রিকেট খেলে ফেরার পর সাদা বলের ক্রিকেট। নিজের ব্যাটের সুইং নিয়ে কাজ করেছি। অনুশীলনে যেটা করেছি সেটাই ক্রিজে এসে করার চেষ্টা করেছি। ওই ওভার হয়তো ম্যাচ আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু রুতুরাজ এবং ডু’প্লেসি শুরুটা দারুণ করেছিল। ব্যাট হোক বা বল, দল হিসেবে আমাদের ভাল খেলতে হবে। নিজের শক্তির উপর জোর দেওয়ার চেষ্টা করছিলাম আমরা। ’’