শেষ দু ওভারের রান তাড়া করায় ডি ভিলিয়ার্সকে নিয়ে যত না কথা হয়েছে তার চেয়ে বেশি কথা খরচ করেছেন নেটিজেনরা ফিঞ্চের ধূমপান নিয়ে৷ তবে ভ্যাপিংয়ের ক্ষেত্রে ধূমপান হলেও তাতে নিকোটিন থাকে না৷
জয়দেব উনদকটের শেষ ওভারের আগের ওভার যখন বল করছিলেন তখন তিনটি ছয় মারেন এবি ডিভিলিয়ার্স৷ শেষ ওভারে ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল আরসিবি-র৷ স্টিভ স্মিথ জোফ্রা আর্চারকে শেষ ওভার বল করার গুরুদায়িত্ব দিয়েছিলেন৷ ইংরেজ সিমার শুরুটা খুব ভালো করেন সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোর ড্রেসিংরুমে কী অবস্থা দেখার জন্য ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করেছিলেন৷ আর সেই সময়েই কেলেঙ্কারি৷ তারকা অজি ক্রিকেটার ধূমপান করছেন ছবিটিও ধরা পড়ে৷
advertisement
ভিডিও কয়েক সেকেন্ডের -তাতে প্রথমে দেখা যাচ্ছে ফিঞ্চ ধোঁওয়া ছাড়ছেন তারপরেই ইনহেল করছেন৷ এই নেটিজেনদের জন্য ়যথেষ্ট ছিল ভিডিওটি নিয়ে ভাইরাল করে দেওয়ার জন্যষ
দেখে নিন সেই ভিডিওটি
তবে ক্রিকেট ম্যাচ চলাকালীন ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন এমন প্রথম ক্রিকেটার অবশ্য ফিঞ্চ নন৷ প্রাক্তন কিউয়ি অধিনায়ক ও কেকেআরের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম নিজেই স্বীকার করেছিলেন দক্ষিণ আফ্রিক বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল চলাকালীন ধূমপান করেছিলেন৷
এছাড়া বেন স্টোকস জানিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনালের সময় তিনি টয়লেটে গিয়ে ধূমপান করেছিলেন৷ এদিকে এদিনের ম্যাচে আরসিবি-র জেতার জন্য শেষ ২ ওভারে ৩৫ রান দরকার ছিল৷ যে সময় ডিভিলিয়ার্সের ব্যাটে ঝড় ওঠে৷ শেষের আগের ওভারে তিনি ৩ টি ছয় হাঁকান৷
