TRENDING:

IPL 2020 : ড্রেসিংরুমে ফিরেই ধূমপানে ব্যস্ত তারকা ক্রিকেটার, ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড়

Last Updated:

ড্রেসিংরুমে ক্রিকেটারের দেদার ধূমপান, ভালো চোখে দেখছে না নেটিজেনরা৷ দেখে নিন সেই ভিডিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: ফ্যানদের চোখ কোনও হক আই-র চেয়ে কম নয়৷ এটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন অ্যারন ফিঞ্চ৷৷ আরসিবি বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে তখন হাড্ডাহাড্ডি লড়াই৷ চাপ না ধরে রাখতে পেরে নিজের কায়দায় হালকা চিল করছিলেন আরসিবি ওপেনার অ্যারন ফিঞ্চ৷ ড্রেসিংরুমের মধ্যে ভ্যাপিং করছিলেন তিনি৷ সে সময় ক্যামেরা যে ছবি দেখাচ্ছিল তার ফ্রেমে একবার ফিঞ্চের ভ্যাপিংয়ের ক্লিপটি দেখা যায়৷
advertisement

শেষ দু ওভারের রান তাড়া করায় ডি ভিলিয়ার্সকে নিয়ে যত না কথা হয়েছে তার চেয়ে বেশি কথা খরচ করেছেন নেটিজেনরা ফিঞ্চের ধূমপান নিয়ে৷ তবে ভ্যাপিংয়ের ক্ষেত্রে ধূমপান হলেও তাতে নিকোটিন থাকে না৷

জয়দেব উনদকটের শেষ ওভারের আগের ওভার যখন বল করছিলেন তখন তিনটি ছয় মারেন এবি ডিভিলিয়ার্স৷ শেষ ওভারে ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল আরসিবি-র৷ স্টিভ স্মিথ জোফ্রা আর্চারকে শেষ ওভার বল করার গুরুদায়িত্ব দিয়েছিলেন৷ ইংরেজ সিমার শুরুটা খুব ভালো করেন সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোর ড্রেসিংরুমে কী অবস্থা দেখার জন্য ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করেছিলেন৷ আর সেই সময়েই কেলেঙ্কারি৷ তারকা অজি ক্রিকেটার ধূমপান করছেন ছবিটিও ধরা পড়ে৷

advertisement

ভিডিও কয়েক সেকেন্ডের -তাতে প্রথমে দেখা যাচ্ছে ফিঞ্চ ধোঁওয়া ছাড়ছেন তারপরেই ইনহেল করছেন৷ এই নেটিজেনদের জন্য ়যথেষ্ট ছিল ভিডিওটি নিয়ে ভাইরাল করে দেওয়ার জন্যষ

দেখে নিন সেই ভিডিওটি

তবে ক্রিকেট ম্যাচ চলাকালীন ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন এমন প্রথম ক্রিকেটার অবশ্য ফিঞ্চ নন৷ প্রাক্তন কিউয়ি অধিনায়ক ও কেকেআরের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম নিজেই স্বীকার করেছিলেন দক্ষিণ আফ্রিক বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল চলাকালীন ধূমপান করেছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঝুড়ি ভরা মাছ, ঠোঁটে বাঁশি! রাঙাপানি বাজারে অন্যরকম ছবি, দেখেই দাঁড়িয়ে পড়েন অনেকেই
আরও দেখুন

এছাড়া বেন স্টোকস জানিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনালের সময় তিনি টয়লেটে গিয়ে ধূমপান করেছিলেন৷ এদিকে এদিনের ম্যাচে আরসিবি-র জেতার জন্য শেষ ২ ওভারে ৩৫ রান দরকার ছিল৷ যে সময় ডিভিলিয়ার্সের ব্যাটে ঝড় ওঠে৷ শেষের আগের ওভারে তিনি ৩ টি ছয় হাঁকান৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2020 : ড্রেসিংরুমে ফিরেই ধূমপানে ব্যস্ত তারকা ক্রিকেটার, ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল