TRENDING:

IPL 2019-এর জন্য তৈরি শাহরুখের KKR , দেখে নিন পুরো দলের তালিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবারের নিলামপর্ব শেষ ৷ আইপিএল ২০১৯-এর জন্য তৈরি আট ফ্র্যাঞ্চাইজই ৷ নিজেদের দল নিয়ে তৈরি শাহরুখের কলকাতা নাইট রাইডার্সও ৷ দীনেশ কার্তিকের নেতৃত্বে এবছরও বাকীদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি কেকেআর ৷ দলে রয়েছেন রবিন উথাপ্পা, কুলদীপ যাদব, পীযূশ চাওলা, শিবম মাভি-র মতো ভারতীয় তারকারা ৷ আবার অন্যদিকে সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, ক্রিস লিনদের মতো বিদেশি তারকাদের নিয়ে যথেষ্ট ব্যালেন্সড কলকাতার দল ৷
advertisement

তারকাদের রিটেন করার পাশাপাশি মঙ্গলবারের নিলাম থেকেও বেশ কয়েকজন ক্রিকেটারদের দলে নিয়েছে কেকেআর ৷ যাঁদের মধ্যে অবশ্যই সেরা নাম কার্লোস ব্রেথওয়েট ৷ ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে নাইটরা ৷ এর পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ডের লকি ফার্গুসনকে ১.৬০ কোটি টাকা এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান জো ডেনলিকে ১ কোটি টাকায় নিলাম থেকে তুলেছে কলকাতা নাইট রাইডার্স ৷

advertisement

২০১৯ আইপিএলের জন্য কেকেআর দল কেমন হল , দেখে নিন এক নজরে ৷

•  ব্যাটসম্যান: শুভমান গিল, ক্রিস লিন, জো ডেনলি, রিঙ্কু সিং ।

উইকেটকিপার-ব্যাটসম্যান: দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, নিখিল নায়েক।

অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, কমলেশ নগরকোটি, শিবম মাভি, শ্রীকান্ত মুন্ধে, নীতীশ রানা

advertisement

পেসার: ইয়ারা পৃথ্বীরাজ, হ্যারি গার্নে, আনরিক নর্তিয়ে, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ।

স্পিনার: সুনীল নারিন , পীযূষ চাওলা , কুলদীপ যাদব

যে সমস্ত ক্রিকেটারদের এবছর ছেড়ে দিল কেকেআর: মিচেল স্টার্ক, মিচেল জনসন, টম কুরান, ক্যামেরন ডেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, বিনয় কুমার, অপূর্ব ওয়াংখেড়ে, জেভন সিয়ার্লস

advertisement

যে সমস্ত ক্রিকেটারদের এবছর ধরে রাখল কেকেআর: দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ক্রিস লিন, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমান গিল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, শিবম মাভি, নীতিশ রানা, রিঙ্কু সিং, কমলেশ নাগারকোটি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Photo Courtesy: Kolkata Knight Riders/Official Facebook Page

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019-এর জন্য তৈরি শাহরুখের KKR , দেখে নিন পুরো দলের তালিকা