তারকাদের রিটেন করার পাশাপাশি মঙ্গলবারের নিলাম থেকেও বেশ কয়েকজন ক্রিকেটারদের দলে নিয়েছে কেকেআর ৷ যাঁদের মধ্যে অবশ্যই সেরা নাম কার্লোস ব্রেথওয়েট ৷ ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে নাইটরা ৷ এর পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ডের লকি ফার্গুসনকে ১.৬০ কোটি টাকা এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান জো ডেনলিকে ১ কোটি টাকায় নিলাম থেকে তুলেছে কলকাতা নাইট রাইডার্স ৷
advertisement
২০১৯ আইপিএলের জন্য কেকেআর দল কেমন হল , দেখে নিন এক নজরে ৷
• ব্যাটসম্যান: শুভমান গিল, ক্রিস লিন, জো ডেনলি, রিঙ্কু সিং ।
•উইকেটকিপার-ব্যাটসম্যান: দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, নিখিল নায়েক।
• অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, কমলেশ নগরকোটি, শিবম মাভি, শ্রীকান্ত মুন্ধে, নীতীশ রানা
• পেসার: ইয়ারা পৃথ্বীরাজ, হ্যারি গার্নে, আনরিক নর্তিয়ে, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ।
• স্পিনার: সুনীল নারিন , পীযূষ চাওলা , কুলদীপ যাদব
যে সমস্ত ক্রিকেটারদের এবছর ছেড়ে দিল কেকেআর: মিচেল স্টার্ক, মিচেল জনসন, টম কুরান, ক্যামেরন ডেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, বিনয় কুমার, অপূর্ব ওয়াংখেড়ে, জেভন সিয়ার্লস
যে সমস্ত ক্রিকেটারদের এবছর ধরে রাখল কেকেআর: দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ক্রিস লিন, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমান গিল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, শিবম মাভি, নীতিশ রানা, রিঙ্কু সিং, কমলেশ নাগারকোটি
Photo Courtesy: Kolkata Knight Riders/Official Facebook Page