ধাওয়ানদের আজ হারাতে পারলেই প্লে-অফের টিকিট কনফার্ম কার্তিকদের। তবে হারলে সাপ-লুডোর কঠিন অঙ্কে পড়ে যাবে কিং খানের দল।
অন্যদিকে রানরেটের বিচারে এগিয়ে মুম্বই, আরসিবি। দুই দলই শেষ ম্যাচ জিতলে জয় ছাড়া প্লে অফের সুযোগ থাকবে না কার্তিকদের। তবে শেষ দুই ম্যাচে জিতে চনমনে কেকেআর। উইলিয়ামসনের ফর্ম ছাড়াও ৩ পুরনো নাইট যোদ্ধাই কালিসদের কাঁটা।
advertisement
Location :
First Published :
May 19, 2018 12:58 PM IST