TRENDING:

#Yearender2018:ইন্দোনেশিয়ায় স্টেজের ওপর আছড়ে পড়া সুনামির ঢেউ প্রাণ কেড়েছিল গানের দল-শ্রোতাদের,দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বালি: ইন্দোনেশিয়ায় সুনামি ৷ মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০ ৷ আহত ৬০০-রও বেশি ৷ সেই সুনামির ঢেউই আছড়ে পড়েছিল সমুদ্রের পারে এক কনসার্টের ওপরে ৷ ভাসিয়ে নিয়ে গিয়েছিল পুরো গানের দলকে ৷
advertisement

তানজুং লেসুং বিচে বসেছিল এক গানের আসর ৷ মঞ্চে সঙ্গীত পরিবেশন করছিলেন ‘রক ব্যান্ড সেভেন্টিন’৷ ভিডিওটিতে দেখা গিয়েছে, দর্শকরা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে করতেই মঞ্চের পিছন দিক দিয়ে আছড়ে পড়ল সুনামি। সঙ্গে সঙ্গে ভেঙ্গে পড়ল মঞ্চ, ভেসে যান শিল্পীরা। প্রাণভয়ে চিৎকার করতে শুরু করেন মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
#Yearender2018:ইন্দোনেশিয়ায় স্টেজের ওপর আছড়ে পড়া সুনামির ঢেউ প্রাণ কেড়েছিল গানের দল-শ্রোতাদের,দেখুন সেই ভাইরাল ভিডিও