TRENDING:

Jack Ma: আবারও কি ব্যবসায়ী জ্যাক মা-কে টার্গেট করছেন চিনা রাষ্ট্রপতি?

Last Updated:

আলিবাবার উপর এভাবে বারেবারে সরকার প্রশ্ন তোলায় খারাপ ইঙ্গিত বহন করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেজিং: আবারও চিনের (China) রাষ্ট্রপতি চিনা ব্যবসায়ী জ্যাক মা (Jack Ma) এবং তাঁর সংস্থা আলিবাবা (Alibaba) বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন। ছয় মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জ্যাক মা-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সংস্থা সিনহুয়া (Xinhua News Agency) নিউজ এজেন্সির খবর উদ্ধৃত করে সোমবার নিক্কেই এশিয়া (Nikkei Asia )একটি খবর প্রকাশ করেছে৷ সেখানে জানানো হয়েছে যে, আলিবাবা অনুমোদিত অ্যানট গ্রুপের (Ant Group) সঙ্গে চারটি সরকারি সংস্থা নিয়ন্ত্রণের বিষয় আলোচনা করে৷
advertisement

এই চারটি সরকারী সংস্থা হল পিপলস ব্যাঙ্ক অফ চায়না (Peoples Bank of China), চায়না ব্যাঙ্কিং এবং ইনশিওরেন্স রেগুলারেটরি কমিশন (China Banking and Insurance Regulatory Commission),  চায়না সিকিওরিটিজ রেগুলেটরি কমিশন (he China Securities Regulatory Commission) এবং স্টেট অ্যাডমিনিসট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ (State Administration of Foreign Exchange)। জিনহুয়া জানিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্কের অন্যতম ডেপুটি গভর্নর প্যান গংশেং চারটি বিভাগের পক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছিলেন যে সরকারি কর্তৃপক্ষের এভাবে অ্যান্ট গ্রুপকে প্রশ্নবিদ্ধ করার কারণ হল একচেটিয়া এবং পুঁজির ভুলভাবে সম্প্রসারণ বন্ধ করা। নিক্কেই এশিয়ার খবর অনুযায়ী, চিনা কমিউনিস্ট পার্টি একই কারণ উল্লখে করে গত অক্টোবর থেকে আলিবাবার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে৷

advertisement

চিনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেবলমাত্র বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ রোধ ও পুঁজির নিয়ন্ত্রণহীন বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেসরকারী সংস্থাগুলির বিরুদ্ধে দুর্নীতি দমন অভিযানের এক অঙ্গ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ প্রতিবেদনে লেখা হয়েছে যে এই নতুন বিধি অবলম্বন করে চিনা রাষ্ট্রপতি শি জিনপিং জাতীয় রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে চাইছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, চিনে যেখানে এক সংগঠনের পক্ষের সমস্ত ক্ষমতা রয়েছে, সেখানে কোনও একটি নির্দিষ্ট সংস্থার শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদ করা সেই সংস্থার পক্ষে মোটেই হিতকর বার্তা দেয় না৷ সেখানে আলিবাবার উপর এভাবে বারেবারে সরকারি প্রশ্ন উঠে আসা তেমনই খারাপ ইঙ্গিত বহন করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Jack Ma: আবারও কি ব্যবসায়ী জ্যাক মা-কে টার্গেট করছেন চিনা রাষ্ট্রপতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল